আজকাল ওয়েবডেস্ক: ডোরাকাটা দাগ থেকে শুরু করে এবং জলজ জীবনের প্রতিচ্ছবি- পোশাকে এসেছে অভিনবত্ব। সেগুলো শুধু ফ্যাশন প্যারেডে ভালো লাগে তা নয়। এটি আজকাল চিত্তাকর্ষক আমআদমির সাজপোশাকেও। শুধু তাই নয়, সেই সব প্রিন্ট জায়গা করে নিয়েছে বাড়ির অন্দরসজ্জাতেও। টাইলস, মেঝের নকশা, সিঁড়ি, কার্পেট, কুশন কভার, বিছানার চাদর, পর্দা, গৃহসজ্জার সামগ্রী — তালিকাটি অন্তহীন। ফ্যাশন, স্থাপত্য এবং শৈল্পিক বাড়ির সাজসজ্জার জগতে, অ্যানিমেল  প্রিন্টগুলি নিঃসন্দেহে স্পটলাইটে রয়েছে। নরম এবং সিল্কি-মসৃণ পশম, আরামদায়ক সুতির চামড়া, পালক থেকে শুরু করে বুনো প্যাটার্ন - এই জাতীয় প্রিন্টগুলি রানওয়ে থেকে আমাদের রোজকার জীবনের ফ্যাশনের অঙ্গ হয়ে উঠেছে। টপস থেকে শুরু করে স্কার্ট, প্যান্ট, জাম্পসুট এমনকি জুতোও তৈরি হচ্ছে অ্যানিমেল প্রিন্টের। এছাড়াও স্কার্ফ, হ্যান্ডব্যাগ এর মতো আনুষাঙ্গিকগুলির মধ্যেও প্যাটার্নটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্ল্যামার এবং ফ্যাশন দুনিয়ায় আবেদন তৈরি করা ছাড়া, এই বিশেষ প্রিন্ট জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। এবং এর প্রতি সংবেদনশীলতা বাড়াতে পারে বলে মনে করছেন সমালোচকদের একাংশ। ফ্যাশন ডিজাইনাররা মনে করছেন, ফ্যাশনে প্রাণীর প্রিন্টগুলি মানুষকে বাস্তুতন্ত্রের প্রতি আরও দায়িত্বশীল করে তুলতে পারে৷