আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় আসছেন জনি কাউকো? ইঙ্গিত তেমনই।‌ বুধবার নিজের ইনস্টাগ্রামে বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন তিনি। সামনে রাখা একটি কফি কাপ। স্থানীয় ভাষায় কিছু একটা লেখেনও। কিন্তু কোথায় যাচ্ছেন তাঁর উল্লেখ নেই। ডার্বির আগে এই পোস্ট ময়দানে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। অনেকে ধরেই নিয়েছে, কলকাতায় আসছেন কাউকো। যদিও এই বিষয়ে কিছু জানায়নি মোহনবাগান কর্তৃপক্ষ।‌ চলতি মরশুমে মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে কাউকোর।‌ শোনা যাচ্ছে রিহ্যাব পর্ব শেষ তাঁর। কয়েকদিনের মধ্যেই শহুরে চলে আসবেন। তবে তাঁকে আইএসএলের দলে অন্তর্ভুক্ত করার আগে ফিটনেস টেস্ট দিতে হবে। প্র্যাকটিসে তাঁকে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জেসন কামিন্স এবং আর্মান্দো সাদিকু মিলে ১৭টি গোল করে ফেলেছেন। তাই হয়তো কোপ পড়তে পারে হুগো বুমোসের ওপর। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাঁকে ছেড়ে দেবে মোহনবাগান। তবে কাউকোর ফিটনেস না দেখে কোনও ফুটবলারকে ছাড়ার পক্ষপাতী নয় আন্তনিয় হাবাস। তাঁকে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ গড়িয়ে যেতে পারে।