আজকাল ওয়েবডেস্ক : কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন ১ বছর হয়ে গেল। দলে প্রতিটি সময়ই তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হয়। তিনি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হল বিগত এক বছরের কংগ্রেসকে একটি নির্দিষ্ট দিশা দিতে সক্ষম হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। দল তার অভিভাবকত্বে অনেকটাই অগ্রগতি লাভ করেছে। দলের তার গুরুত্বের পাশাপাশি আম জনতার মধ্যেও তার যথেষ্ট গ্রহনযোগ্যতা রয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেলে এবিষয়ে পোস্ট করেছে কংগ্রেস। তার মতামত এবং ধৈয্য কংগ্রেসকে এগিয়ে নিয়ে গিয়েছে। এমনকি ব্লক স্তরের নেতাদের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে। ফলে একেবের নিচুস্তর থেকেই দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টির দিকে তিনি ফোকাস করেছেন। খাড়গে একজন নির্ভীক নেতা। তিনি নিজের ওপর আত্মবিশ্বাসী। গরিব এবং পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি বরাবরই লড়াই করেছেন। কংগ্রেসের মত দলের দায়িত্ব নিয়েও তিনি নিজের কাজ স্বচ্ছন্দভাবেই করছেন। দেশকে বিজেপি মুক্ত করতে করার যে কাজ তিনি নিয়েছেন তাতে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস। শুধু দলের মধ্যে নয় অন্য দলের শীর্ষস্তরের নেতারাও তার সঙ্গে কাজ করতে আগ্রহী। সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন। সেখানে কংগ্রেসকে ভালো ফল করতে হলে খাড়গের পরামর্শ অনেক বেশি কাজে আসবে। তার কাজের প্রশংসা করেছেন স্বয়ং সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও। আগামীদিনে খাড়গের নেতৃত্বেই ২০২৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে বলেও আশাবাদী কংগ্রেস।