আজকাল ওয়েবডেস্ক : কাশ্মীর সীমান্তকে ব্যবহার করে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর মরিয়া চেষ্টা শুরু করে দিল পাকিস্তান! বৃহস্পতিবার রাতে বিএসএফ ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করল পাক রেঞ্জার্স। বৃহস্পতিবার রাতে অর্নিয়া-সুচেতগড় সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন। পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীও। বিএসএফের তরফে জানানো হয়েছে, অর্নিয়া-সুচেতগড় সেক্টরে পাঁচটি সীমান্ত চৌকিতে বৃহস্পতিবার রাতে বিনা প্ররোচনায় হামলা চালায় পাকিস্তান। তাৎপর্যপূর্ণভাবে পাক সেনার সঙ্গে জঙ্গিরাও সেই হামলায় জড়িত ছিল। তাতে দুই বিএসএফ জওয়ান আহত হন। এক সাধারণ নাগরিকও আহত হয়েছেন বলে খবর। বিএসএফও পাক সেনার এই বিনা প্ররোচনায় হামলার যোগ্য জবাব দিয়েছে। এই প্রথম নয়, গত দু মাসে এই নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা। উদ্দেশ্য ছিল, ভারতীয় নিরাপত্তারক্ষীদের নজর ঘুরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করা। প্রতিবারই শীত আসার আগে কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের মরিয়া চেষ্টা করে জঙ্গিরা। কারণ নভেম্বরের পর কাশ্মীর সীমান্ত বরফে ঢেকে যায়। সেসময় জঙ্গিদের পক্ষেও অনুপ্রবেশ কঠিন। রাত তিনটের পর থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। আর্নিয়া সেক্টরে বিগত সপ্তাহে পাকিস্তানী সেনার হামলার জেরে আহত হয়েছেন দুই ভারতীয় জওয়ান। তবে শীতের আগে বারবার এই ধরনের হামলার ঘটনায় জঙ্গি অনুপ্রবেশ যে ভারত একেবারেই হতে দেবে না তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
