আজকাল ওয়েবডেস্ক : সিরিয়ায়  দুটি এলাকায় হামলা চালাল আমেরিকা । ইরান সেনার আধিপত্য থাকা দুই এলাকায় ড্রোন হামলা করেছে মার্কিন সেনা। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, গত বেশ কয়েকদিন ধরে মার্কিন নাগরিকদের উপরে হামলা চালিয়েছে ইরান।  আত্মরক্ষা করতেই পালটা হামলা আমেরিকার। যদিও মার্কিন ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সূত্রের খবর শুক্রবার ভোর রাতে সিরিয়ার পূর্বদিকে হামলা করেছে আমেরিকা। তবে ঠিক কোন জায়গায় হামলা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা নিয়ে বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। তবে মার্কিন প্রতিরক্ষা সচিবের বিবৃতিতে সাফ জানানো হয়েছে, আমেরিকা কোনও রকম সংঘর্ষ চাইছে না। কিন্তু মার্কিন নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উদ্দেশ্য। তাই আত্মরক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে। বাইডেনের নির্দেশেই গোটা ঘটনা হয়েছে বলে জানিয়েছেন লয়েড। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ অক্টোবর থেকে ইরান ও সিরিয়ায় বসবাসকারী মার্কিন নাগরিকদের উপরে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। তার ফলে মৃত্যু হয়েছে এক মার্কিন নাগরিকের। আহত হয়েছেন ২১ জন। এই ঘটনার পরেই বাইডেন সাফ জানিয়েছেন, মার্কিন নাগরিকদের রক্ষা করতে যেকোনও রকমের পদক্ষেপ করতে পারে আমেরিকা। তবে কোনও সংঘর্ষ বা হামলা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথা অনুসারে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।