আজকাল ওয়েবডেস্ক: বাংলা ভাষা নিয়ে আরও বেশি অনুষ্ঠান, আরও বেশি আলোচনা সভা করাটাই মূল লক্ষ্য হতে চলেছে এবারের কলকাতা সাহিত্য উৎসবের। ২৬ জানুয়ারি থেকে বইমেলা প্রাঙ্গণে এসবিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে দশম কলকাতা সাহিত্য উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বইমেলা প্রাঙ্গণে সাহিত্য উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, কলকাতা সাহিত্য উৎসবের ডিরেক্টর সুজাতা সেন এবং গিল্ডের অন্যান্য সদস্যরা।
এবারের সাহিত্য উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে বাংলা ভাষা। বসবে নানা বিষয়ে আলোচনা সভা। প্রবীণ লেখকদের সঙ্গে থাকবেন নবীনরাও। প্রত্যেকদিন ছয়টি করে সেশন হবে। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা সিনেমা, বই প্রকাশনা এমনকি আলোচনায় অংশ নেবেন পাঠকরাও। বিশেষ সম্মান প্রদান করা হবে মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাণী বসু এবং প্রফুল্ল রায়কে। সমরেশ মজুমদার স্মৃতি সম্মান প্রদান করা হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।
এবারের সাহিত্য উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে বাংলা ভাষা। বসবে নানা বিষয়ে আলোচনা সভা। প্রবীণ লেখকদের সঙ্গে থাকবেন নবীনরাও। প্রত্যেকদিন ছয়টি করে সেশন হবে। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা সিনেমা, বই প্রকাশনা এমনকি আলোচনায় অংশ নেবেন পাঠকরাও। বিশেষ সম্মান প্রদান করা হবে মণিশঙ্কর মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাণী বসু এবং প্রফুল্ল রায়কে। সমরেশ মজুমদার স্মৃতি সম্মান প্রদান করা হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।
