আজকাল ওয়েবডেস্ক: অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এই মুহূর্তে অসমের নওগাঁ জেলায় রাহুল গান্ধী। রামমন্দির উদ্বোধনের দিন অসমের বৈষ্ণব সাধক শঙ্করদেবের জন্মস্থান বারদোভা থানায় যাওয়ার কথা ছিল কংগ্রেস নেতার। কংগ্রেস সূত্রের দাবি, সেই মতো আগে অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দেন, রাহুলের উচিত মন্দির উদ্বোধনের সময় শঙ্করদেবের জন্মস্থান ভ্রমণ এড়িয়ে যাওয়া। এতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। একই কারণ দেখিয়ে গুয়াহাটি শহরে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি কংগ্রেসকে।
এদিন জাতীয় সড়ক ধরে যাওয়ার কথা ছিল ন্যায়যাত্রার। মাঝেই ছিল খানাপাড়া, গুয়াহাটি শহরে প্রবেশপথ। অভিযোগ, সেখানে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বোরা এবং সাংসদ গৌরব গগৈ কংগ্রেস কর্মীদের শহরে ঢোকার ডাক দেন। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়।
এদিন জাতীয় সড়ক ধরে যাওয়ার কথা ছিল ন্যায়যাত্রার। মাঝেই ছিল খানাপাড়া, গুয়াহাটি শহরে প্রবেশপথ। অভিযোগ, সেখানে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুণ বোরা এবং সাংসদ গৌরব গগৈ কংগ্রেস কর্মীদের শহরে ঢোকার ডাক দেন। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়।
