আজকাল ওয়েবডেস্ক: ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগেই অযোধ্যায় মন্দির, নিজের বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কড়া নিরাপত্তা, প্রধানমন্ত্রী সহ নানা স্তরের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। বেলা ১২টা ২৯ মিনিট ৩ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩৫ সেকেন্ডের মাঝে "অভিজিৎ মুহূর্ত"। এই পবিত্র ৮৪ সেকেন্ডের মধ্যেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়। তার পরেই জনগনের সামনে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ, রাম মন্দিরের প্রধান পুরোহিত, উত্তরপ্রদেশের রাজ্যপাল সহ বিশিষ্ট জনেরা। সকলের সামনে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, "ভারতের সব নগর, গ্রাম আজ অযোধ্যা ধাম, সব মনে রাম নাম।" সব রাস্তা অযোধ্যামুখী।" প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যোগী বলেন, "মনে হচ্ছে আমরা ত্রেতা যুগে এসে গিয়েছি।" দেশের প্রধানমন্ত্রীকে "দুনিয়ার সবচেয়ে লোকপ্রিয় রাষ্ট্রপ্রধান" বলেও উল্লেখ করেন। আবেগ আপ্লুত যোগী বলেন, ৫০০ বছর কাটলেও আনন্দ প্রকাশের ভাষা নেই। মন্দির সেখানেই তৈরি হয়েছে, যেখানে তৈরির সংকল্প ছিল। প্রধানমন্ত্রীর প্রশংসার সঙ্গেই ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা করেন।
