মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহান্তে ১৩ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ১৮ মে অর্থাৎ রবিবার পর্যন্ত এই ১৩ রাজ্যের একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
8
কোন কোন রাজ্যে সতর্কতা জারি? মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, ত্রিপুরা, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি এবং তেলেঙ্গানায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
4
8
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আগামী সাতদিন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও সিকিমে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
আগামী ২১ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
6
8
আগামী ২২ মে পর্যন্ত গোয়া, মধ্য মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে।
7
8
২৩ মে পর্যন্ত কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ছ'দিন কেরল, অন্ধ্রপ্রদেশ, মাহে, তামিলনাড়ু, পুদুচেরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
২১ মে পর্যন্ত অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আগামী সাতদিন উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।