আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা আসার পথে হুগলির গুড়াপে দুর্ঘটনায় পড়ল সেনার অ্যাম্বুল্যান্স। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গুড়াপ থানার কংসারিপুর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, গুড়াপের ওই জাতীয় সড়কে ছ’টি লেন তৈরির কাজ চলছে। অ্যাম্বুল্যান্সটি সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়াপ থানার পুলিশ। গাড়িতে থাকা ছ’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সেনার অ্যাম্বুল্যান্সটি বর্ধমানের পানাগড় থেকে কলকাতার দিকে আসছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।