চোখের পাতায় সলমনের নাম খোদাই! অনুরাগীর কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া
নিজস্ব সংবাদদাতা
২৮ ডিসেম্বর ২০২৫ ১২ : ২০
শেয়ার করুন
1
5
যাবতীয় পাগলামির সীমা ছাড়ালেন জবলপুরের এক যুবক! বলিউড স্টার সলমন খানের দেখা পেতে নিজের চোখের পাতায় খোদাই করলেন অভিনেতার নাম। শুধু তাই নয়, ‘ভাইজান’-এর সঙ্গে দেখা করার অদম্য জেদ নিয়ে বাড়ি থেকে পালিয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন মায়ানগরী মুম্বইতে।
2
5
মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা এই যুবকের কীর্তি দেখে হতবাক নেটপাড়া। জানা গিয়েছে, তিনি সলমন খানের এতটাই অন্ধ ভক্ত যে নিজের শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশ অর্থাৎ চোখের পাতার ওপর ট্যাটু করিয়েছেন। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে ‘সলমন’। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন জায়গায় সলমনের ছবি ট্যাটু করিয়েছেন তিনি।
3
5
যদিও এই কাণ্ড বেশ কয়েক বছর আগে ঘটিয়েছিলেন তিনি। সম্প্রতি, 'ভাইজান'-এর ৬০তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছেন এই অনুরাগী।
4
5
জানা যায়, এই দুঃসাহসিক এবং যন্ত্রণাদায়ক পদক্ষেপ নেওয়ার পর তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আশায় পরিবারের কাউকে কিছু না জানিয়েই মুম্বইয়ের ট্রেন ধরেন তিনি।
মুম্বই পৌঁছে বান্দ্রায় সলমনের বাসভবন 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় তাঁকে। তাঁর এই অদ্ভুত ট্যাটু এবং পাগলামি নজর কেড়েছে পথচারীদেরও। সলমন ভক্তদের এমন কাণ্ড অবশ্য নতুন নয়, তবে চোখের পাতায় ট্যাটু করানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ সচরাচর দেখা যায় না।
5
5
যুবকের দাবি, সলমন খান তাঁর ভগবান এবং তাঁর জন্যই তিনি যে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। যদিও এই ঘটনায় অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন, তবে চিকিৎসকরা চোখের মতো সংবেদনশীল জায়গায় ট্যাটু করানোর ভয়াবহ বিপদ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন।