টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বীরের সামনের তারাকে চুমু
মুম্বইয়ে আয়োজিত এপি ধিলোনের কনসার্টে ঘটে যাওয়া একটি ঘটনা এখন নেটপাড়ার 'হট টপিক'। মঞ্চে গান চলাকালীন গায়ক এপি ধিলোনের সঙ্গে তারা সুতারিয়ার ঘনিষ্ঠতা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তবে সবার নজর কেড়েছে তারার প্রেমিক বীর পাহাড়িয়ার অভিব্যক্তি, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুক্রবার রাতে মুম্বইয়ে এপি ধিলনের জমকালো কনসার্টে হাজির হয়েছিলেন তারা সুতারিয়া এবং তাঁর প্রেমিক বীর পাহাড়িয়া। অনুষ্ঠান চলাকালীন যখন এপি ধিলোন তাঁর জনপ্রিয় গান ‘থোড়ি সি দারু’ গাইছিলেন, তখন হঠাৎই মঞ্চে উঠে আসেন তারা। তবে পরিস্থিতির মোড় ঘোরে যখন এপি ধিলোন হঠাৎই তারাকে জড়িয়ে ধরেন এবং তাঁর গালে চুমু খান। সেই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা বীর পাহাড়িয়ার মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। নেটিজেনদের একাংশের দাবি, বীরের চোখে-মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠছিল। সত্যিই কি তাই? যদিও এর উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মনোবল ভেঙেছিল অপারশক্তির
অপারশক্তি খুরানা তাঁর একটি অত্যন্ত মন খারাপ করা অভিজ্ঞতার কথা ভাগ করেছেন। তিনি জানান যে, একটি সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে তাঁকে মঞ্চে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে—এমনটাই স্পষ্টভাবে জানানো হয়েছিল। সেই কথা মাথায় রেখে তিনি বিশেষত এই অনুষ্ঠানের জন্যই অমৃতসর থেকে মুম্বই এসেছিলেন এবং ঠিকঠাক প্রস্তুতি নিয়ে ব্যাকস্টেজে অপেক্ষা করছিলেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীন তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও তাঁর নাম একবারও ঘোষণা করা হয়নি। অপারশক্তি বলেন যে, তিনি শেষ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছিলেন এই আশায় যে হয়তো একটু পরেই তাঁকে ডাকা হবে, কিন্তু শেষমেশ অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং তাঁকে একবারের জন্যও মঞ্চে ডাকা হয়নি। তিনি স্বীকার করেছেন যে, বিষয়টি তাঁর ইগোতে লাগেনি বরং তাঁকে মানসিকভাবে খুব আঘাত করেছিল। ওই ছবির অংশ হওয়া সত্ত্বেও সবার মাঝে নিজেকে এভাবে গুরুত্বহীন এবং অদৃশ্য মনে হওয়াটা ছিল অত্যন্ত হতাশাজনক। তাঁর মতে, এই ধরনের অভিজ্ঞতা একজন অভিনেতার মনোবল নিঃশব্দে ভেঙে দেয়, যদিও তাঁরা অনেক সময় বাইরে সেটা প্রকাশ করেন না।
'ভয়' ভুললেন সলমন!
'বিগ বস'-এর মঞ্চ হোক বা রূপোলি পর্দা, সলমন খান মানেই টানটান উত্তেজনা। শনিবার ছিল 'ভাইজান'-এর জন্মদিন। আর নিজের এই বিশেষ দিনটি একদম নিজের মেজাজেই পালন করলেন বলিউড সুপারস্টার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তার তোয়াক্কা না করেই বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন অভিনেতা। সাধারণত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর থেকে সলমনকে সবসময় কড়া নিরাপত্তার বলয়ে দেখা যায়। যাতায়াতের জন্য তিনি ব্যবহার করেন কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি। কিন্তু জন্মদিনের আবহে যেন পুরনো সেই 'ডেভিল' মেজাজে ধরা দিলেন অভিনেতা।
