প্রাপ্তবয়স্ক প্রেমের গল্পে এবার জুটি বাঁধতে চলেছেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। জি বাংলায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে ইতিমধ্যেই প্রোমো শুট হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। সূত্রের খবর, ধারাবাহিকের নাম হতে চলেছে 'কমলা নিবাস'। সোহিনী সেনগুপ্তকে ছোটপর্দায় দর্শক বিভিন্ন চরিত্রে দেখতে পেলেও মুখ্য চরিত্রে প্রথমবার মেগায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। সঙ্গে জুটিতে দেবশঙ্কর হালদার, যাঁকে ছোটপর্দায় শেষবার দর্শক দেখেছিলেন জি বাংলার 'লক্ষ্মী কাকীমা সুপারস্টার' ধারাবাহিকে।
জানা যাচ্ছে, এই জুটির মাধ্যমে এক প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। এর আগে উইন্ডোজ প্রোডাকশন হাউসের 'অলীক সুখ' ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল সোহিনী সেনগুপ্ত এবং দেবশঙ্কর হালদার কে। যদিও সেই ছবিতে জুটি বাঁধেননি তাঁরা। তবে মঞ্চে একসঙ্গে তাঁদের অভিনয় দেখেছেন দর্শকেরা। বহুদিন ছোটপর্দা থেকে দূরে রয়েছেন দেবশঙ্কর হালদার। সম্ভবত এমন একটি প্রাপ্তবয়স্ক প্রেম এবং চরিত্রের গুরুত্ব বুঝেই আবার ধারাবাহিকে ফেরা।
অভিনেতা হিসেবে দু'জনেই অত্যন্ত প্রিয় দর্শকের কাছে। সেক্ষেত্রে প্রথমবার এই জুটির সম্পর্কের রসায়ন ছোটপর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই। যদিও চ্যানেল থেকে এই ধারাবাহিকের ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।
এই মুহূর্তে স্টার জলসায় 'চিরসখা' ধারাবাহিকের মাধ্যমে প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প দেখছেন দর্শক। যদিও সেই প্রেম প্রথমে ছিল অসম্পূর্ণ, পরে তা নানা বাধা পেরিয়ে সম্পূর্ণ হয়। এক্ষেত্রে এই গল্পটা তেমনই হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। প্রথম থেকেই দর্শক কি জুটি হিসেবে অর্থাৎ স্বামী-স্ত্রী হিসেবে দেখতে পাবেন দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তকে? সেটাই এখন দেখার।
তবে ধারাবাহিকের নাম যেহেতু 'কমলা নিবাস', বোঝাই যাচ্ছে একটি বাড়িকে কেন্দ্র করে মূলত এভাবে এই ধারাবাহিকের গল্প। এবং সেই বাড়ির মূল দুই সদস্য আসলে এই দুই শিল্পী। একদিকে জি বাংলায় দর্শক দেখতে পাচ্ছেন দুই স্কুল পড়ুয়া, জেন-জির প্রেমের গল্প, আর এবার আসছে এই প্রাপ্তবয়স্ক প্রেমের গল্প। এছাড়াও নতুন বছরে অভিনেতা রাহুল মজুমদার অভিনীত আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। সব মিলিয়ে বছর শুরু হতে না হতেই দর্শক যে নিত্য নতুন চমক পেতে চলেছেন তা বলাই যায়।
