হায়দরাবাদের আরটিসি এক্স রোডসের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো চলাকালীন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার বড় পদক্ষেপ করল পুলিশ। প্রায় এক বছর তদন্ত চালানোর পর চিক্কাদপল্লী পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে, যেখানে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। অভিনেতা ছাড়াও আরও ২২ জনের নাম এই চার্জশিটে অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৪ সালের ৪ ডিসেম্বর রাতে সিনেমার প্রিমিয়ার চলাকালীন ভিড় সামলাতে ব্যর্থ হওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। পুলিশের দেওয়া তথ্যানুসারে, ঘটনার রাতে ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে ৩৫ বছর বয়সী এম. রেবতী নামে এক মহিলার মৃত্যু হয়। তাঁর ন'বছরের ছেলে শ্রীতেজ গুরুতর জখম হয়ে দীর্ঘকাল ভেন্টিলেশনে ছিল। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি অত্যন্ত ধীরগতিতে হচ্ছে।
পুলিশি তদন্তে প্রকাশ পেয়েছে যে, অনুষ্ঠানের পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক গাফিলতি ছিল। ঘটনার দিন আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে পৌঁছালে অনুরাগীদের উন্মাদনা চরমে ওঠে।
ঘটনার ভিত্তিতে পুলিশ কমিশনার ভি.সি. সাজ্জনার জানিয়েছেন, থিয়েটার কর্তৃপক্ষ, ইভেন্ট অর্গানাইজার এবং অভিনেতার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের মধ্যে কোনও সমন্বয় ছিল না। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা সত্ত্বেও অতিরিক্ত লোকজনকে প্রেক্ষাগৃহ চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
চার্জশিটে আল্লু অর্জুনকে ১১ নম্বর অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সন্ধ্যা থিয়েটারের মালিক আগামতী রাম রেড্ডি, থিয়েটার ম্যানেজার, অভিনেতার ব্যক্তিগত ম্যানেজার জসিয়া ভাতলা সন্তোষ কুমার এবং শরৎ চন্দ্র নাইডু, এমনকী কয়েকজন বাউন্সারের নামও তালিকায় রয়েছে। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার বদলে বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দিয়েছিলেন।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এই ২৩ জন অভিযুক্তের মধ্যে ১৪ জনকে তদন্ত চলাকালীন গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ন'জন আগাম জামিন পাওয়ায় তাদের নোটিশ দেওয়া হয়েছে। দীর্ঘ জেরার পর সংগৃহীত তথ্যের ভিত্তিতেই এই চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়েছে। চার্জশিট জমা পড়ার পর এখন আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে চলচ্চিত্র জগৎ এবং অভিনেতার লক্ষ লক্ষ অনুরাগী।
প্রসঙ্গত, এই ঘটনায় প্রাথমিকভাবে গ্রেপ্তার হয়েছিলেন আল্লু। যদিও পরে তিনি জামিন পান। এরপর নিহতের পরিবারকে ২৫ লক্ষ আর্থিক সাহায্য করেন অভিনেতা। কিন্তু ২০২৫-এর শেষেই ফের বিপদ বাড়ল 'পুষ্পা'র।
