আজকাল ওয়েবডেস্ক: মাঝ আকাশে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়েই সর্বনাশ। মাটিতে আছড়ে পড়েই মর্মান্তিক পরিণতি হয়েছে এক অভিজ্ঞ প্যারাগ্লাইডারের। মাঝ আকাশ থেকে রাস্তায় ছিটকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। আহত হয়েছেন আরও এক পর্যটক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশ। রবিবার পুলিশ জানিয়েছে, প্যারাগ্লাইডিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে এক অভিজ্ঞ প্যারাগ্লাইডারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পর্যটক। ঘটনাটি ঘটেছে কাঙ্গরা জেলায়। শুক্রবার বিকেলে এক পর্যটককে নিয়ে প্যারাগ্লাইডিং করছিলেন অভিজ্ঞ প্যারাগ্লাইডার মোহন সিং। মোহন সিং মান্ডি জেলার বারোটের বাসিন্দা ছিলেন। বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং করার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, প্যারাগ্লাইডিং শেষে অবতরণের সময়েই ঘটে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। উঁচু থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তড়িঘড়ি করে মোহন সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কাঙ্গরা জেলার পর্যটন উন্নয়ন আধিকারিক বিনয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
অন্যদিকে আহত পর্যটক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বীর বিলিং-এ সমস্ত প্যারাগ্লাইডিং একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
চলতি বছরে জুলাই মাসে এই জেলাতেই আরও এক দুর্ঘটনা ঘটেছিল। প্যারাগ্লাইডিং করার সময়ে পাহাড়ে ধাক্কা খেয়ে মারা যান ২৭ বছরের এক তরুণ। কাঙ্গরা জেলার ধর্মশালার কাছে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্যারাশুটটি। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে মারাত্মক জখম হন গুজরাটের বাসিন্দা সতীশ রাজেশ।
হিমাচল প্রদেশে পর্যটকদের মধ্যে জনপ্রিয় হল প্যারাগ্লাইডিং। ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে ওড়ার খানিকক্ষণ পরেই বেসামাল হয়ে যায় প্যারাশুটটি। সোজা খাদে গিয়ে পড়েন চালক ও পর্যটক। ছুটি কাটাতে গুজরাট থেকে হিমাচল প্রদেশে গিয়েছিলেন সতীশ। হিমাচলে প্যারাগ্লাইডিং করার শখ ছিল তাঁর। শখ পূরণ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হয়েছে তাঁর।
