আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষভাগেও ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বিহার। লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ির একের পর এক বগি। কয়েকটি বগি উল্টে পড়ে নদীতেও। যদিও হতাহতের খবর নেই। এর জেরে রবিবার থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। একাধিক ট্রেনের রুট বদল করার ঘোষণা করেছেন রেল কর্তৃপক্ষ। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
রেল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে। তেলিয়াবাজার হল্ট স্টেশনের কাছে ৬৭৬ নম্বর সেতুর উপর মালগাড়িটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। সিমেন্ট বোঝাই মালগাড়িটি যশীদিহ থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। কয়েকটি কামরা পড়ে যায় বরুয়া নদীতে। আসানসোল ডিভিশনে মালগাড়ির ১৯টি বগি লাইনচ্যুত হয়।
আজ কোন কোন ট্রেন বাতিল?
১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১৩১০৫ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস, ৬৩৫৭১ যশীদিহ-মোকামা মেমু, ৬৩৫৭৪ কিউল-যশীদিহ মেমু, ৬৩২৯৭ দেওঘর-ঝাঝা মেমু, ৬৩২৯৮ ঝাঝা-দেওঘর মেমু, ৬৩৫৭২ মোকামা-যশীদিহ মেমু, ৬৩৫৬৬ ঝাঝা-যশীদিহ মেমু, ৬৩১৫৩ যশীদিহ-বৈদ্যনাথ ধাম মেমু, ৬৩১৫৪ বৈদ্যনাথ ধাম-যশীদিহ মেমু, ৬৩২০৯ ঝাঝা- পাটনা মেমু, ৬৩৫৬৫ যশীদিহ-ঝাঝা মেমু, ৬৩৫৭৩ যশীদিহ-কিউল মেমু।
&t=75sআজ কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে?
১৮১৮৩ টাটানগর–বক্সার এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–পাটনা হয়ে চলবে এবং গয়ায় থামবে।
১২৩০৫ হাওড়া–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বিকেল ৪টা ৫ মিনিটে পুনর্নির্ধারিত সময়সূচিতে ছাড়বে এবং প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে চলবে। আসানসোল, ধনবাদ ও গয়ায় স্টপেজ থাকবে।
২২৩৪৭ হাওড়া–পাটনা বন্দে ভারত এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–পাটনা হয়ে চলবে। ধনবাদ, গয়ায় স্টপেজ থাকবে।
১৫০৪৯ কলকাতা–গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস যশীদিহ–বাঁকা–ভাগলপুর–কিউল হয়ে চলবে (স্টপেজ: ভাগলপুর)।
১১৪২৮ যশীদিহ–পুনে সাপ্তাহিক এক্সপ্রেস দেওঘর–বাঁকা–ভাগলপুর–কিউল পথে ডাইভার্ট হবে।
১২৩৬১ আসানসোল–মুম্বই সিএসএমটি এক্সপ্রেস প্রাধানখুন্তা–ধনবাদ–গয়া–দীনদয়াল উপাধ্যায় হয়ে চলবে।
১৭০০৬ রক্সৌল–হায়দরাবাদ এক্সপ্রেস কিউল–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–রাজাবেরা পথে চলবে।
১৩৩৩২ পাটনা–ধনবাদ ইন্টারসিটি গয়া হয়ে চলবে।
১৩১০৬ বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস কিউল–ভাগলপুর–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে ডাইভার্ট হবে (স্টপেজ: ভাগলপুর, রামপুরহাট)।
১৮৬২১ পাটনা–হাটিয়া পাটলিপুত্র এক্সপ্রেস গয়া–গোমোহ–রাজাবেরা পথে চলবে।
১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৬ ডিসেম্বর) বারাউনি–মুঙ্গের–ভাগলপুর–সাহিবগঞ্জ–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে চলবে।
২২৮৪৪ বক্সার–বিলাসপুর সুপারফাস্ট (২৭ ডিসেম্বর) বখতিয়ারপুর–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–প্রাধানখুন্তা–আসানসোল হয়ে চলবে।
১৩০৪৪ রক্সৌল–হাওড়া এক্সপ্রেস (২৭ ডিসেম্বর) বারাউনি–মুঙ্গের–ভাগলপুর–সাহিবগঞ্জ–গুমানি–রামপুরহাট–বর্ধমান পথে চলবে।
১৩৫০৮ গোরখপুর–আসানসোল এক্সপ্রেস (২৭ ডিসেম্বর) কিউল–তিলাইয়া–বান্ধুয়া–কোডারমা–গোমোহ–প্রাধানখুন্তা হয়ে চলবে।
২২৫০০ বারাণসী–দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস দীনদয়াল উপাধ্যায়–গয়া–কোডারমা–মহেশমুন্ডা–মধুপুর–যশীদিহ পথে চলবে।
২২৪৯৯ দেওঘর–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস যশীদিহ–মধুপুর–মহেশমুন্ডা–কোডারমা–গয়া–দীনদয়াল উপাধ্যায় পথে চলবে।
এর পাশাপাশি চালু হয়েছে হেল্পলাইন নম্বর:
আসানসোল হেল্পলাইন নম্বর: 8250423803
লাহবোন হেল্পলাইন নম্বর: 90462 39257
শিমুলতলা হেল্পলাইন নম্বর: 90462 39218
যশীদিহ হেল্পলাইন নম্বর: 7654517819
মধুপুর হেল্পলাইন নম্বর: 9332062170
