আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন বিরাট কোহলি। বছরের শেষে সেই বিতর্ক আরও  বাড়িয়ে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। 

দেশের প্রাক্তন ওপেনারের ইনস্টাগ্রাম পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সিধু লিখেছেন, ''ঈশ্বর যদি আমার একটা ইচ্ছাপূরণ করতেন, তাহলে আমার প্রার্থনা কোহলি যেন অবসর ভেঙে বেরিয়ে আসে এবং ফের টেস্ট ক্রিকেট খেলে। ১.৫ বিলিয়নের দেশে এর থেকে আনন্দ আর হয় না। ওর ফিটনেস কুড়ি বছর বয়সীর মতো। কোহলি নিজেই ২৪ ক্যারাটের সোনা।'' 

১২ মে সরকারি ভাবে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন কোহলি। ১২৩টি টেস্টে ৯২৩০ রানের মালিক। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি তাঁর নামের পাশে। 

বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন কোহলি। বিরাট এখন কেবল ওয়ানডে ফরম্যাটে খেলেন। 

 

ওয়ানডে-তে কোহলি দুর্দান্ত ছন্দে রয়েছেন। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটো ম্যাচে খাতা খুলতে পারেননি বিরাট। সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ছন্দে ফেরেন বিরাট। অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ভারত খুব সহজেই ২৩৭ রান তাড়া করে জেতে। সেই ম্যাচে রোহিত শর্মা ১২৫ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। 

​Navjot Singh Sidhu

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি। তৃতীয় ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেন। ভারতও সিরিজ জেতে ২-১-এ। এগুলোই প্রমাণ করে কোহলি এখনও ফুরিয়ে যাননি। তাঁর মধ্যে এখনও  অনেক ক্রিকেট রয়ে গিয়েছে। ঘরোয়া ক্রিকেটেও কোহলি বিরাট ইনিংস খেলছেন। দুনিয়ার সব বিরাট ভক্তরা বলছেন টেস্টের অবসর ভেঙে ফিরে আসুক কোহলি। নভজ্যোৎ সিং সিধুও সেরকমই প্রার্থনা করছেন। কোহলি কি শুনতে পাচ্ছেন?