আজকাল ওয়েবডেস্ক: স্পেনের নামী ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়া। নৌকা ডুবে সেই ক্লাবের ফুটবল কোচ ফার্নান্দো মার্টিনের মর্মান্তিক ভাবে মৃত্যু হল। তাও আবার ভিনদেশে।
ইন্দোনেশিয়ায় একটি নৌকায় ছিলেন ভ্যালেন্সিয়ার মহিলা বি দলের কোচ ফার্নান্দো। সঙ্গে ছিল তাঁর পরিবারও। ১০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে সেই নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্য়ু এসে এভাবে যে ছিনিয়ে নিয়ে যাবে মার্টিন ও তাঁর তিন সন্তানকে, তা কে জানতেন!
শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেই সময়ে ১১ জন যাত্রী ছিলেন নৌকায়। ইন্দোনেশিয়ার নামকরা পর্যটন স্থল লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি ডুবে যায়।
ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তাঁর ৯,১০ ও ১২ বছরের তিন সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েকে জীবিত উদ্ধার করা হয়।
⚫️ La RFEF se une al dolor por la pérdida de Fernando Martín, entrenador del Valencia CF femenino B, y tres de sus hijos en el naufragio de un barco turístico en Indonesia.
— RFEF (@rfef)
Deseamos expresar nuestras más sinceras condolencias a sus familiares y amigos.
DEP. pic.twitter.com/QVf7TT7UCMTweet by @rfef
তাঁদের মহিলা দলের কোচের মর্মান্তিক প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছে ভ্যালেন্সিয়া ক্লাব। তারা লিখেছে, ''ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ভ্যালেন্সিয়া মহিলা বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।''
রিয়াল মাদ্রিদও এই ঘটনায় শোকপ্রকাশ করেছে। মার্টিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। বছরের শেষপ্রান্তে এসে খেলার মাঠের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের মর্মান্তিক মৃত্যুর খবর ভেসে আসছে। শনিবার ক্রিকেটমাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। আজ রবিবার খবর এল ভ্যালেন্সিয়া ক্লাবের মহিলা দলের ফুটবল কোচও দুর্ঘটনায় হারিয়ে গেলেন পৃথিবী থেকে।
