আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ভারতীয় দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, এই সিরিজের জন্য দলে রাখা নাও হতে পারে ঋষভ পন্থকে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে খবর, সিলেকশন কমিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল নির্বাচনের ক্ষেত্রে ফর্মকেই প্রাধান্য দিতে চাইছে। ২০২৫–২৬ মরশুমের শেষ ঘরোয়া সিরিজের আগে দল গঠনে ফর্ম ও ভারসাম্যকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিসিআই চলতি সপ্তাহের শেষের দিকে ভারতীয় দল ঘোষণা করতে পারে।
পন্থ বাদ পড়লে সুযোগ পেতে পারেন ইশান কিষাণ, যিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সব ফরম্যাটেই ফের নির্বাচকদের নজরে এসেছেন। ঋষভ পন্থ শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ৭ আগস্ট।
সেই ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে থাকলেও, কোনও ম্যাচেই তাঁকে খেলানো হয়নি।
সূত্রের দাবি, নিউজিল্যান্ড সিরিজের জন্য পন্থকে আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। পন্থের অনুপস্থিতিতে ওয়ানডে দলে ফেরার দৌড়ে এগিয়ে রয়েছেন ইশান কিষান। প্রায় দু’বছর পর ৫০ ওভারের দলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তাঁর।
কিষাণ শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের ১১ অক্টোবর, আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে। এরপর ভারতীয় দল থেকে বাদ পড়লেও সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে দেখা যায় এই উইকেটকিপার-ব্যাটারকে।
২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান সংগ্রাহক হয়ে ঝাড়খণ্ডকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে ঈশান ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পেয়েছেন।
পুনেতে মুস্তাক আলির ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে শতরান করে টুর্নামেন্ট শেষ করেন কিষান। এই ফর্ম তিনি ধরে রেখেছেন বিজয় হাজারে ট্রফিতেও। ২৪ ডিসেম্বর কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে শতরান করেন কিষান, যা কোনও ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম লিস্ট-এ সেঞ্চুরি।
অন্যদিকে, ঘাড়ের চোট কাটিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে এই সিরিজে ফিরতে চলেছেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কারণে খেলতে পারেননি তিনি। গিলের প্রত্যাবর্তনে তিনিই অধিনায়কত্ব করার পাশাপশি তাঁকেই হয়তো ওপেন করতে দেখা যাবে।
তবে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলনে ফিরলেও এখনও সম্পূর্ণ ছাড়পত্র পাননি।
দক্ষিণ আফ্রিকা সফরে গিল ও শ্রেয়স অনুপস্থিত থাকায় কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব সামলান এবং তাঁর নেতৃত্বে ভারত ২–১ ব্যবধানে সিরিজ জেতে। গিল ফিরে আসায় নেতৃত্বের কাঠামো আবার আগের অবস্থায় ফিরবে বলেই আশা করা হচ্ছে।
বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে খেলছেন ঋষভ পন্থ। যদিও তাঁর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এখনও তেমন ধারাবাহিক নয়।প্রথম দুই ম্যাচে তাঁর রান ৫ ও ৭০। তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখছেন নির্বাচকরা। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজে তাঁর ওয়ানডে যাত্রায় সাময়িক বিরতি পড়তে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে।
