৫২ বছর বয়সেও যেন সময়কে হার মানানো সৌন্দর্য! অভিনেত্রী মহিমা চৌধুরী ফের একবার প্রমাণ করলেন, বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা। সম্প্রতি লাল বেনারসি, সোনার গয়না আর কপালে টুকটুকে সিঁদুর! নববধূ সাজে হঠাৎ পাপারাজ্জিদের সামনে ধরা দিলেন মহিমা। তাঁর পাশে তখন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই ভিডিও। দেখে মনে হচ্ছিল, বুঝি সত্যিই বিয়ের আসর বসেছে!
পাপারাজ্জিদের সামনে এসে মহিমা হেসে বললেন, “আপনারা বিয়েতে আসতে পারেননি, তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি।” সঙ্গে সঙ্গেই একজন পাপারাজ্জি বলেও ফেললেন, “আপনাদের দু'জনকেই অনেক শুভেচ্ছা!” অর্থাৎ, শুভেচ্ছা রইল নবদম্পতির জন্য। আর এখান থেকেই শুরু গুঞ্জন, তাহলে কি সত্যিই ফের বিয়ে করলেন ‘পরদেশ’-খ্যাত অভিনেত্রী?
মহিমার এই রূপে মুগ্ধ নেটিজেনদের একাংশের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই 'দ্বিতীয় বিয়ের' খবর। কেউ লিখলেন, “দশ বছর পর আবার নতুন জীবন শুরু?” কেউ বা কৌতূহলভরে জানতে চাইলেন, “সঞ্জয় মিশ্রই কি নতুন অভিনেত্রীর নতুন স্বামী?”
এহেন গুঞ্জনের মধ্যেই জন্য গেল, মহিমা সত্যি সত্যি বিয়ে করেননি! সবটাই ছিল নিখুঁত এক প্রচার! আসলে এই নববধূ রূপ মহিমার আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’ ছবির প্রচারের অংশ। এই ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রর দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়।
ছবির গল্প ঘোরে এক মধ্যবয়স্ক মানুষ দুর্লভ প্রসাদ-কে ঘিরে (সঞ্জয় মিশ্র), যিনি প্রথম স্ত্রীর মৃত্যুর পর ফের বিয়ে করতে চান। গল্পের পটভূমি বারাণসী, যেখানে হাসি, আবেগ আর পারিবারিক টানাপোড়েন মিলেমিশে গড়ে উঠেছে এক মজার ‘সেকেন্ড ম্যারেজ’ ড্রামা।
১৬ অক্টোবর মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার। সেখানে সঞ্জয়কে দেখা গেছে বর বেশে বসে থাকতে, আর পাশে ফ্রেমে মহিমার বধূ সাজের ছবি। পেছন থেকে উঁকি মারছেন তাঁর ছেলে (অভিনয়ে ব্যোম যাদব) ও হবু বৌমা (পালক লালওয়ানি)। পোস্টারের ট্যাগলাইনেই ইঙ্গিত, “ কনে পাওয়া গিয়েছে, তাই এখন তৈরি হয়ে যান কেন না বরযাত্রীরা বেরোল বলে! ”
২০০৬ সালে ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন মহিমা। ২০১৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যাসন্তান, আরিয়ানা। অন্যদিকে, সঞ্জয় মিশ্র এখন তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ মিশ্রের সঙ্গে সুখী দাম্পত্যে আছেন। তবে বাস্তবের বাইরে, পর্দায় আবার বিয়ে করছেন তাঁরা আর সেই সিনেমাটিক বিয়েই আজ গোটা নেটদুনিয়ার ‘টক অফ দ্য টাউন’!
