আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার পাহাড়ে নতুন লম্বা-ঘাড়ওয়ালা ডাইনোসর প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানালেন, উদ্ভিদভোজী ডাইনোসরদের লম্বা ঘাড়ের বিবর্তনের রহস্য উদঘাটনে মিলল নতুন সূত্র।
আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালার মধ্যে আবিষ্কৃত হয়েছে এক নতুন প্রজাতির লম্বা-ঘাড়ওয়ালা ডাইনোসর, যা বিজ্ঞানীদের মতে উদ্ভিদভোজী ডাইনোসরদের বিবর্তন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে হুয়াইরাকুরসার জাগুয়েনসিস (Huayracursor jaguensis)।
এই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলের লা রিওজা প্রদেশের আন্দিজ পর্বতের সান্তো দোমিঙ্গো ফর্মেশনে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল Nature-এ। বিজ্ঞানীদের ধারণা, H. jaguensis প্রায় ২০১ থেকে ২৩৭ মিলিয়ন বছর আগে, অর্থাৎ লেট ট্রায়াসিক যুগে পৃথিবীতে বিচরণ করত।
গবেষকরা জানান, এই প্রজাতির ঘাড়ের হাড়ে (cervical vertebra) এমন কিছু গঠন দেখা গেছে যা ডাইনোসরদের ঘাড় দীর্ঘ হওয়ার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হতে পারে। অর্থাৎ, উদ্ভিদভোজী সৌরোপোডোমর্ফ (sauropodomorph) ডাইনোসরদের লম্বা ঘাড়ের বিবর্তন এই সময়কালেই শুরু হয়েছিল বলে মনে করা হচ্ছে।
লেট ট্রায়াসিক যুগে পৃথিবীতে বিশাল পরিবেশগত পরিবর্তন ঘটে। এই সময়ে ডাইনোসর, প্রাথমিক স্তন্যপায়ী প্রাণীর আত্মীয়, এবং কুমিরের মতো প্রাণীদের এক নতুন বহুমুখী বিকাশ ঘটে। দক্ষিণ আমেরিকার মাটি এই প্রাচীন জীবের বিবর্তনের বহু প্রমাণ ধারণ করে রেখেছে।
আরও পড়ুন: ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না রাশিয়া, পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত হতেই মার্কিন প্রেসিডেন্টের ‘ব্যর্থ বৈঠক’ মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা
এর আগে আর্জেন্টিনার ইশিগুয়ালাস্তো-ভিলা উনিয়ন বেসিন এবং ব্রাজিলের প্যারানা বেসিনে ডাইনোসরদের প্রাচীন জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু H. jaguensis আবিষ্কৃত হয়েছে একদম নতুন অঞ্চলে— নর্দার্ন প্রিকর্ডিলেরা বেসিনে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল উঁচু আন্দিজ পর্বতমালায় অবস্থিত।
গবেষকদের অনুমান, এই ডাইনোসরের দৈর্ঘ্য ছিল প্রায় ৫ ফুট এবং ওজন প্রায় ৪০ পাউন্ড। তুলনামূলকভাবে এর ঘাড় ছোট হলেও হাড়ের গঠনে দেখা যায় সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত— যা ভবিষ্যতের বৃহদাকার সৌরোপোডদের দিকে বিবর্তনের ইঙ্গিত বহন করে।
সৌরোপোডোমর্ফরা সাধারণত উদ্ভিদভোজী এবং বৃহদাকার দেহ ও লম্বা ঘাড়ের জন্য পরিচিত। প্রাচীনতম সৌরোপোডোমর্ফদের ওজন ছিল প্রায় ২২ পাউন্ড, এবং তাদের ঘাড় ছিল ছোট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘাড়ের দৈর্ঘ্য ও দেহের আকার উভয়ই বেড়েছে— যা ডাইনোসরদের সূচনালগ্নে এই বৈশিষ্ট্যগুলির বিকাশ ঘটেছিল তা প্রমাণ করে।
গবেষকরা বলছেন, Huayracursor jaguensis-এর আবিষ্কার শুধু এক নতুন প্রজাতির সন্ধান নয়, বরং এটি প্রমাণ করে যে ডাইনোসরদের প্রাথমিক বিবর্তন এবং ভৌগোলিক বিস্তৃতি পূর্বের ধারণার তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময় ছিল। এই আবিষ্কার বিজ্ঞানীদের সামনে খুলে দিচ্ছে ডাইনোসর বিবর্তনের এক নতুন অধ্যায়— যেখানে আর্জেন্টিনার পাহাড়ি ভূমি এক অনন্য জীবাশ্ম-সংরক্ষণাগারে পরিণত হয়েছে।
