আজকাল ওয়েবডেস্ক: গ্লেন ম্যাক্সওয়েল মানেই চমকপ্রদ সব শট। মারমুখী ব্যাটিং। বোলারের দুঃস্বপ্ন। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেই মাহকাব্যিক ইনিংস সবারই মনে আছে। এক পায়ের ম্যাড-ম্যাক্স সত্যিই সেদিন ঝড় তুলে দিয়েছিলেন।
অজি তারকা সম্পর্কে যে খবর ভেসে আসছে তা হল, দুর্ধর্ষ এক ব্যাটারকে এবার কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যাবে। এবার তিনি কোচিংয়ে পা রাখতে চলেছেন। তাও আবার মহিলাদের বিগ ব্যাশ লিগে।
আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে এবার লিও মেসি! মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বড় অর্থসাহায্য
২১ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে মেলবোর্ন স্টারসের সহকারী কোচের দায়িত্বে ম্যাক্সওয়েল।
চোটের লাল চোখ দেখেই ম্যাড-ম্যাক্স এখন কোচ। নিউজিল্যান্ড সিরিজের জন্য মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময়ে হাতে চোট পান ম্যাক্সওয়েল।
বোলিং করছিলেন ম্যাক্সওয়েল। সেই সময়ে মিচেল ওয়েনের একটি শট এসে ম্যাক্সওয়েলের হাতে লাগে। জোরালো শটে হাতের হাড়ে চিড় ধরে অজি তারকার। এই চোটের জন্য চলতি অক্টোবরের গোড়ায় হতে চলা টি-টোয়েন্টি সিরিজটি তিনি খেলতে পারেননি।
ভারতের বিরুদ্ধে ২৯ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ম্যাক্সওয়েল খেলবেন কি না সন্দেহ।
এহেন ম্যাক্সওয়েল এবার স্টারসের সহকারী হিসেবে কাজ করবেন। কোচ অ্যান্ডি ক্রিস্টির সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন ম্যাড-ম্যাক্স। মেলবোর্ন স্টারসের প্রথম ম্যাচ ২১ অক্টোবর। প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। স্যর ডনের দেশে পৌঁছেও গিয়েছে দল। এর মধ্যেই মনস্তাত্বিক খেলা শুরু করে দিয়েছেন অজিরা।
এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক এখনও টাটকা। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে সেই ঘটনাকেই কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বোঝাই গেল, সিরিজ শুরুর আগে চাপে রাখার খেলা শুরু হয়ে গিয়েছে অজিদের।
অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী চ্যানেল ‘কায়ো স্পোর্টস’–এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে সঞ্চালক বলেছেন, ''আমরা জানি ভারত আমাদের দেশে খেলতে আসছে। তবে ওদের একটা দুর্বলতা আমরা আগেই ধরে ফেলেছি।’ পাশে থাকা আর এক সঞ্চালক বলে ওঠেন, ‘আমরা জানি ওরা প্রথাগত অভিবাদন জানানোর (করমর্দন) সমর্থক নয়। তাই বল করার আগেই আমরা ওদের ছুড়ে ফেলে দিতে পারি।''
এর পরেই অস্ট্রেলিয়ার পুরুষ এবং মহিলা দলের ক্রিকেটাররা অভিবাদন জানানোর নতুন নতুন পদ্ধতি দেখাতে থাকেন। প্রথমে জেক ফ্রেজার ম্যাকগার্ক হাত এগিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। তা সরিয়ে দেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটার নাকে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করেন। আর এক জন হাত দিয়ে অশ্লীল ইঙ্গিতও করেন।
মিচেল মার্শকে দেখা যায় কাপে চিনি গোলানোর কায়দার অভিবাদন জানানোর পদ্ধতি দেখাতে। অ্যালিসা হিলি এবং আলানা কিং একে অপরের হাতের উপর হাত দিয়ে নতুন একটি পদ্ধতি দেখান। জশ হ্যাজলেউড আঙুল দিয়ে গুলি করার ভঙ্গিতে উৎসব করেন। সব মিলিয়ে, পরিস্থিতি আগেই উত্তপ্ত হয়ে উঠেছে।
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের ওপর চটলেন, কেন রাগে ফুসলেন বুমরা? ...
