আজকাল ওয়েবডেস্ক: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এক অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের তরুণ ব্যাটার সাই সুদর্শন। ফরোয়ার্ড স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় তিনি এমন এক ‘ফ্রিকিশ’ ক্যাচ ধরেন যা দেখে দর্শকরাও হতবাক। ঘটনাটি ঘটে জাদেজারই একটি ওভার চলাকালীন। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল জাডেজার বলে সুইপ শট খেলতে যান।
বলটি সরাসরি সুদর্শনের হেলমেটে লেগে তার বুকে আছড়ে পড়ে, সেখান থেকেই তিনি অবিশ্বাস্যভাবে ক্যাচটি সম্পূর্ণ করেন। ক্যাম্পবেল তখনও হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু আম্পায়ার ক্যাচটি বৈধ ঘোষণা করেন। তবে এই ঘটনায় আঘাত পান সুদর্শন। ক্যাচ নেওয়ার পরপরই তিনি মাঠ ছেড়ে চিকিৎসা নেন। তার বদলে দেবদূত পাডিক্কলকে বিকল্প ফিল্ডার হিসেবে নামানো হয়।
তৃতীয় দিনেও সুদর্শন মাঠে নামেননি, কারণ বিসিসিআই মেডিক্যাল টিম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাই সুদর্শন দ্বিতীয় দিনের খেলায় ক্যাচ নেওয়ার সময় ‘ইমপ্যাক্ট ইনজুরি’-তে আক্রান্ত হন। সতর্কতার কারণে তৃতীয় দিন তিনি মাঠে নামেননি। চোটটি গুরুতর নয়, তিনি সুস্থ আছেন এবং বোর্ডের মেডিক্যাল টিম তার পর্যবেক্ষণে রেখেছে।’
দ্বিতীয় টেস্টের আগে তিন নম্বর পজিশনে রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন সাই সুদর্শন। তবে এই ম্যাচে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন। প্রথম ইনিংসে ১৬৫ বলে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চমৎকার বাউন্ডারি। দুর্ভাগ্যবশত, বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে শতরান মিস করেন তিনি।
অন্যদিকে, বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে সাই সুদর্শনের সঙ্গে পার্টনারশিপের প্রশংসা করেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। জয়সওয়াল দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ১৯৩ রানের জুটি গড়েন। কিছুটা চাপের মধ্যে থাকা সুদর্শনের ৮৭ রানের ইনিংসের প্রশংসা করে জয়সওয়াল বলেন, ‘আমরা দু’জন ঠিক করেছিলাম, যদি সেট হয়ে যাই, তাহলে ইনিংসটা লম্বা টানব। সুযোগ এলে শট খেলব, স্ট্রাইক ঘুরিয়ে রাখব। সে সত্যিই চমৎকার ব্যাট করেছে।’
শুভমান গিলের সঙ্গেও জয়সওয়াল তৃতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। গিল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গিল ভাই দারুণ ব্যাট করছে। আমরা দু’জনই ভাবছিলাম, যদি ইন হয়ে যাই, তাহলে ইনিংসটা বড় করতে হবে। নতুন বলে রান তোলার সুযোগ নিতে হবে। ওর সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। গিল যেভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করে, তা অসাধারণ।’
দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনারও। দ্বিতীয় দিনের খেলা শেষে কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে দেখা করেন তিনি। লারা মুগ্ধ হয়ে প্রশংসা জানিয়ে মজার ছলে বলেন, ‘আমাদের বোলারদের এতটা কষ্ট দিও না।’ জয়সওয়াল বিনয়ী ভঙ্গিতে জবাব দেন, ‘আমি শুধু চেষ্টা করছি, স্যার’। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ২৫৮ বলে ২২টি চার মেরে বড় ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে তিনি ডাবল সেঞ্চুরি মিস করেন।
