আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের রামগড়ে নৃশংস ঘটনা। টাকার জন্য বাবা এবং সৎ মায়ের হাতে খুন তরুণী। অভিযোগ, মৃত খুশি কুমারির ব্যাঙ্কে একটি ফিক্সড জিপোজিট রাখা ছিল। কয়েকদিন পরেই সেটি থেকে ৬ লক্ষ টাকা পাওয়া যেত। তবে এই টাকার জন্যই নাকি তার বাবা এবং সৎ মা তাঁকে চাপ দিতে থাকে। তবে কোনওভাবেই টাকা দিতে রাজী ছিলেন না তরুণী। এরপরই ১৩ জানুয়ারি নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। তরুণীর ভাই থানায় বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই তাঁদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসডিপিও বীরেন্দ্র কুমার চৌধুরী জানিয়েছেন, সুনীল মাহাত এবং পুনম দেবী নামে দুজনকে তাঁরা সন্দেহজনক এই মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করেছে। তরুণীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতেই এই কাজ করেছে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশ ফাঁড়ির বাইরে ধৃতদের কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।
