আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের পরই ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু' ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে তাঁকে পাওয়া যাবে বলে বোর্ডকে জানিয়েছেন জশপ্রীত বুমরাহ।
২ অক্টোবর থেকে শুরু হবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ইংল্যান্ডে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। শেষ টেস্টে তাঁকে পাওয়া যায়নি। তা নিয়ে জোর সমালোচনা হয়। বুমরাহ এখন এশিয়া কাপে খেলছেন। ওমানের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। তবে টুর্নামে্টের বাকি ম্যাচগুলোয় বুমরাহকে আর বিশ্রাম দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান চেন দুশখ্যাতে। এদিকে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে নজরকাডা় বাঁ হাতি স্পিনার মানব সুথরকে হয়তো ডাকা হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
এদিকে বুমরাহের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন বোলার ওয়াসিম আক্রমের তুলনা হয়। কেউ তাঁকে বলেন 'ডান হাতি ওয়াসিম আক্রম'। আবার কেউ মনে করেন এখনকার ক্রিকেটে তিনিই সেরা। তিনি অর্থাৎ জশপ্রীত বুমরাহ। এবার বুমরাহ ও আক্রমকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে জল ঢেলে দিলেন স্বয়ং আক্রম।
আরও পড়ুন: 'সবার নিজস্ব চিন্তাভাবনা আছে,' দুই সতীর্থের আচরণ নিয়ে মুখ খুললেন পাক পেসার
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলকে কথা বলাতেন। তাঁর ৬টি ডেলিভারি ছিল ছ'রকমের। তার সঙ্গে ছিল ইয়র্কার ও রিভার্স সুইং। আক্রমকে খেলা ছিল একপ্রকার অসম্ভব। সেই আক্রম ভারতের তারকা বোলার বুমরাহ প্রসঙ্গে বলছেন, ''জশপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলার। ওর বোলিং অ্যাকশন অদ্ভুত ধরনের। বলে গতি রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ যে তারা বুমরাহকে ঠিকমতো ম্যানেজ করেছে। নব্বইয়ের দশক আর এখনকার ক্রিকেটের মধ্যে কোনও তুলনাই হয় না। বুমরাহ ডান হাতি বোলার। আর আমি বাঁ হাতি। আমি বা বুমরাহ নিজেদের মধ্যে লড়ছি না। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বুমরাহ আধুনিক সময়ের গ্রেট। আমার সময়ে আমি সেরা ছিলাম।''
এদিকে এশিয়া কাপে আজ ভারত-বাংলাদেশ ম্যাচ। তার আগে ফিল সিমন্স, মেহেদি হাসানরা বেশি গুরুত্বই দিচ্ছেন না ভারতকে। এশিয়া কাপে ভারতকে রোখা কঠিন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচও কি একপেশে হবে? বাংলাদেশের কোচ ফিল সিমন্স অন্যরকম ভাবনা চিন্তা করছেন। তিনি মনে করেন, টুর্নামেন্টের যে কোনও দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলার বাঘেরাও হারিয়ে দিতে পারে ভারতকে। শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও আত্মবিশ্বাসী।
ভারতের বিরুদ্ধে নামার আগে মেহেদি হাসান বলছেন, ''বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তাই করছি না।''
আরও পড়ুন: 'আমরা দুর্বল, তবে আমাদের ক্ষতি নয়', ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে অদ্ভুত যুক্তি শোয়েবের ...
