আজকাল ওয়েবডেস্ক: তাঁর দলের কাছে টেস্ট সিরিজ হারার পরই 'গেল গেল' রব শুনতে হয়েছিল ভারতের হেডকোচ গৌতম গম্ভীরকে। অনেকেই মন্তব্য করেছেন, গম্ভীরকে সরানো হোক। বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন কোচ করা হোক ভারতের।
দক্ষিণ আফ্রিকার তারকা তেম্বা বাভুমা কিন্তু গম্ভীরের পাশে এসে দাঁড়াচ্ছেন। বলছেন স্প্লিট কোচিং খেলোয়াড়দের বিভ্রান্ত করে দেয়। গম্ভীরের উপরই ভরসা করা উচিত।
বাভুমা বলছেন, ''কেউ কেউ হয়তো বলতে পারেন, গম্ভীর হয়তো সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন। আর অন্য কেউ টেস্ট ক্রিকেটের দায়িত্ব পালন করবেন।'' বাভুমা আরও বলেন, ''২০২৩ সালে প্রোটিয়াদের দলে লাল এবং সাদা বলে দু'রকম কোচের ভূমিকা ভাগ করে নেওয়ার বিষয়টি আমরা চেষ্টা করেছিলাম।''
বাভুমা বলছেন, সেই সময়ে এই থিওরি ছিল। ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন কোচ। কিন্তু এখন সেই ধারণা বদলে গিয়েছে। সব ফরম্যাটে একজন কোচ রাখাই যুক্তিযুক্ত।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞ এবং ফ্যানদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকেই গম্ভীরকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। বিসিসিআইয়ের সচিবের দাবি, এমন কোনও প্রশ্নই উঠছে না। একটি সাক্ষাৎকারে তিনি জানান, মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে শেষ সিদ্ধান্ত বিসিসিআইকেই নিতে হবে।
সইকিয়া বলেন, ''ভারত ১৪০ কোটি মানুষের দেশ। সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। সবার মতামত থাকবে। আমরা কাউকে আটকাতে পারব না। মিডিয়া-সহ সবাই নিজের মতামত দিতেই পারে। প্রচুর খবর রটছে। অনেক প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটার নিজেদের মতামত দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এইসব ভরে যাচ্ছে। কিন্তু বিসিসিআইয়ে আমাদের নিজস্ব ক্রিকেট কমিটি আছে। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সেই কমিটি গড়া। তাঁরাই সব সিদ্ধান্ত নিচ্ছে। দল নির্বাচনের জন্য পাঁচজন নির্বাচক আছে। ওদেরও যোগ্যতা দিয়ে এই জায়গায় পৌঁছতে হয়েছে। প্রত্যেক সিদ্ধান্তের বিরোধী মতামত হতেই পারে। সবার মতামত নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট কমিটি এবং নির্বাচকরাই নেবে।''
এর আগে মনোজ তিওয়ারি দাবি করেন, ভারত টি-২০ বিশ্বকাপ জিততে না পারলে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া উচিত। রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক করা নিয়েও প্রশ্ন তোলেন। মনোজ বলেন, 'গৌতম গম্ভীর টি-২০ বিশ্বকাপ জিততে সক্ষম না হলে, বিসিসিআইয়ের বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। বোর্ডের সচিব বলেন, চুক্তির শেষপর্যন্ত গম্ভীরের ওপর আস্থা রাখা হবে। কিন্তু টি-২০ বিশ্বকাপে ভাল ফলাফল না হলে, গম্ভীরকে নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয়, সেক্ষেত্রে তাঁকে সরিয়ে দেওয়া হবে।' বেশ কয়েকদিন ধরেই গম্ভীরের কোচিং নিয়ে আঙুল তোলা হচ্ছে। এবার তারই জবাব দিলেন বিসিসিআই সচিব। প্রসঙ্গত, গম্ভীরের কোচিংয়ে লাল বলের ক্রিকেটে ভারতের পারফরম্যান্সের অবনতি হয়েছে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হারে টিম ইন্ডিয়া। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু সাদা বলের ক্রিকেটে ভারত ধারাবাহিকতা বজায় রাখায় সবকিছু ধামাচাপা পড়ে যায়। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারে গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
কিন্তু বাভুমা জানিয়ে দিলেন স্প্লিট ক্যাপ্টেন্সের কথা ভারত না ভাবলেই ভাল।
