আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত রইল। আচমকা বিশ্বকাপের ইভেন্ট বাতিল করে দেওয়া হয়। শনিবার পাকিস্তান দলের বিশ্বকাপের কিট উন্মোচনের কথা ছিল। কিন্তু 'অনিবার্য পরিস্থিতি'কে কারণ হিসেবে দেখিয়ে ইভেন্ট বাতিল করে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের টসের পর পাকিস্তানের কিট উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এখনও বিশ্বকাপ খেলার বিষয়ে সম্মতি দেয়নি পাকিস্তান সরকার। সূত্রের খবর, সবুজ সংকেত না আসায় ইভেন্ট বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ খেলা নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। তার আগে এমন কোনও পদক্ষেপ নিতে চাইছে না পিসিবি যা পাকিস্তানের বিশ্বকাপ খেলার বিষয়টিকে নিশ্চিত করবে। এই বিষয়ে বোর্ড যে সরকারের দ্বারা পরিচালিত হবে, সেটা আরও একবার পরিষ্কার করে দেওয়া হয়। সুতরাং, সোমবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই।
বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ চলছে পাকিস্তানের। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এখনও কুড়ি বিশের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত নয় পাক ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের প্রস্তুতিতে কিছুটা হলেও ব্যাঘাত ঘটে। সোমবারের দিকে তাকিয়ে থাকবে সকলে। এদিকে সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্টে জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি কলম্বোর উদ্দেশে রওনা দেবে পাকিস্তানের বিশ্বকাপের দল। যার ফলে বিশ্বকাপ না খেলার বা ভারত ম্যাচ বয়কট করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়।
এক সূত্র জানায়, 'পিসিবি পাকিস্তানের বিশ্বকাপ দলের শ্রীলঙ্কা যাওয়ার যাবতীয় বন্দোবস্ত করে ফেলেছে। ২ ফেব্রুয়ারি ভোরে দল কলম্বোর উদ্দেশে রওনা দেবে।' সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে না আসা প্রসঙ্গে বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেই ইস্যু নিয়ে আইসিসির সঙ্গে নিজেদের সম্পর্ক নষ্ট করতে চায় না। আইসিসি, বিসিসিআই এবং পিসিবি আগেই নিজেদের মধ্যে একটি চুক্তি করে নেয়। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের সমস্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। তিনি প্রশ্ন করেন, 'মনে রাখতে হবে পাকিস্তানের বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায়। এমনকী ওরা ফাইনালে উঠলে, সেটাও শ্রীলঙ্কায় হবে। সুতরাং, কোন কারণে ওরা টুর্নামেন্ট বা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে?' সাময়িকভাবে বিশ্বকাপের কিট উন্মোচনের অনুষ্ঠান বাতিল করলে বা পিছিয়ে দিলেও, পাকিস্তানের বিশ্বকাপে খেলার বিষয়ে নিশ্চিত আইসিসি এবং বিসিসিআইয়ের কর্তারা।
