আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে চর্চার কেন্দ্রবিন্দুতে সঞ্জু স্যামসন। আইসিসির মেগা ইভেন্টের আগে ফর্মে নেই উইকেটকিপার ব্যাটার। ৪ ম্যাচে ৪০ রান। যা চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচ। বিশ্বকাপের আগে শেষ ম্যাচ। তাও আবার সঞ্জুর ঘরের মাঠে। আসন্ন বিশ্বকাপের আগে এটাই তাঁর কাছে অগ্নিপরীক্ষা। রান না পেলে বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা অনিশ্চিত হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ইরফান পাঠানকে পাশে পেলেন সঞ্জু। দক্ষিণের তারকার হয়ে ব্যাট ধরলেন প্রাক্তনী। দাবি করেন, ব্যাটিং অর্ডারে একটি নির্দিষ্ট জায়গা প্রাপ্য স্যামসনের। এর আগে শুভমন গিল দলে ফেরায় মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হয় তাঁকে। যার বিরোধিতা করেন ইরফান। জানান, সঞ্জুকে আরও সুযোগ দেওয়া উচিত।
সঞ্জুর পাশে দাঁড়ালেও, এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের ঈশান কিষাণকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্তকেও ভুল ভাবছেন না তারকা অলরাউন্ডার। ইরফান বলেন, 'ব্যক্তিগতভাবে আমি চাই সঞ্জু স্যামসন রানে ফিরুক, এবং যে জায়গায় দীর্ঘদিন ধরে ব্যাট করছে, সেখানেই থাকুক। কারণ ওর সঙ্গে অন্যায় হয়েছিল। স্যামসন যদি রান না পায়, টিম ম্যানেজমেন্ট সেই জায়গায় ঈশান কিষাণকে খেলাতে পারে। সেক্ষেত্রে কিছু বলার থাকবে না।' তিলক বর্মার ভূয়সী প্রশংসা করেন পাঠান। বিশেষ করে চাপের পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে খেলার বিষয়ের। জানান, তিলক দলে ভারসাম্য বজায় রাখে। একইসঙ্গে ভরসা দেয়। চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান তিলক। তবে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হয়ে দলে ফেরার কথা।
তিলক প্রসঙ্গে ইরফান বলেন, 'এই দলে তিলক বর্মার মতো প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ। চাপের সময় ও খেলে দিতে পারে। কারণ ও পার্সেন্টেজ ক্রিকেট খেলে। এই দলে সবাই আগ্রাসী ক্রিকেট খেলে। যা দুর্দান্ত। তবে দলে তিলক বর্মার মতো একজন প্লেয়ার খুব দরকার।' চোটের জন্য শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-২০ থেকে বাদ পড়েন তিলক। সময়ের মধ্যে ফিট না হওয়ায় পরবর্তীতে বাকি দুই ম্যাচ থেকেও বাদ পড়েন। তবে আসন্ন বিশ্বকাপে পাওয়া যাবে তিলককে।
