আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ বিশ্বকাপে নেই। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে ভারতে আসবে তো? হঠাৎ করেই অস্ট্রেলিয়াকে নিয়ে সংশয় তৈরি হওয়ার কারণ নিপা ভাইরাসের প্রাদুর্ভাব।
অজিদের ভারতের মাটিতে এসে খেলা নিয়ে তৈরি হয়ে গিয়েছে সংশয়। কেবল অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডও নিপা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়া এখন পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সে দেশের সংবাদমাধম্যের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ড নাকি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেছেন, ''নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা সতর্ক রয়েছি।''
তবে অস্ট্রেলিয়া যদি শেষমুহূ্র্তে নাই আসে, তাহলে তাদের জন্য কি ভেন্যু পরিবর্তন করা শেষমুহূর্তে সম্ভব হবে?
বাংলাদেশও ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল আইসিসি-র কাছে। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
বিশ্বকাপের বল গড়ানোর আগে অস্ট্রেলিয়া শিবির কিন্তু বড় ধাক্কা খেল। পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
কামিন্সের জায়গায় বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁ হাতি পেসার বেন ডরসুইসকে।
কামিন্স যে ছিটকে যেতে পারেন, তার ইঙ্গিত আগে থেকেই ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে বলা হয়েছিল, বিশ্বকাপের শুরু থেকে পাওয়া যাবে না কামিন্সকে। আজ শনিবার জানা গেল বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন প্যাট কামিন্স।
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। বিগ ব্যাশে স্টিভ স্মিথ নিজের নামের প্রতি সুবিচার করছেন। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে তো নেই স্মিথ। তাই তাঁকে আর বিশ্বকাপের মূল দলে বিবেচনা করা হয়নি।
কামিন্সকে কিন্তু ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। মনে করা হচ্ছিল শুরু থেকে না পারলে বিশ্বকাপের মাঝপথে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। কামিন্স না থাকায় অভিজ্ঞতা হারাল অস্ট্রেলিয়া একথা বললেও অত্যুক্তি করা হবে না। কামিন্সের নেতৃত্বে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জার্সিতে কামিন্স শেষবার খেলেছেন গত বছরের ডিসেম্বরে। তাও আবার অ্যাশেজ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে। গত বছরের জুলাই মাসের পরে সেটাই ছিল কামিন্সের একমাত্র ম্যাচ।
তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া ভারতের মাটি থেকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল। সেই কামিন্স নেই ভারতের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে।
