আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল ট্রফি জিতেছিল রজত পতিদারের আরসিবি। তিনি ফের ট্রফি জিতলেন। তিন মাস আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে আইপিএল জিতেছিলেন তিনি। এবার জিতলেন দলীপ ট্রফি। ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেট হারাল পতিদারের মধ্যাঞ্চল।


ফাইনালে মধ্যাঞ্চলকে জেতাল প্রথম ইনিংসে তাদের বোলিং। প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের স্পিনার সারাংশ জৈন ৫ ও কুমার কার্তিকেয় ৪ উইকেট নেন। সেই ধাক্কা সামলে আর ফিরতে পারেনি দক্ষিণাঞ্চল।


বলের পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাটটাও ভাল করে মধ্যাঞ্চল। ৫১১ রান করে তারা। শতরান করেন অধিনায়ক রজত পতিদার। ১৯৪ রান করেন আর এক ব্যাটার যশ রাঠোর। প্রথম ইনিংসে ৩৬২ রানের লিড পায় মধ্যাঞ্চল।


দ্বিতীয় ইনিংসে অবশ্য ভাল ব্যাট করে দক্ষিণাঞ্চল। ৪২৬ রান করে তারা। আন্দ্রে সিদ্ধার্থ ও অঙ্কিত শর্মার জুটি সামান্য ভরসা দিয়েছিল তাদের। কিন্তু সিদ্ধার্থ ৮৪ ও অঙ্কিত ৯৯ রানে আউট হওয়ার পর দক্ষিণাঞ্চলের সব আশা শেষ হয়ে যায়।


শেষ দিন ম্যাচ জিততে ৬৫ রান দরকার ছিল মধ্যাঞ্চলের। অল্প পুঁজি নিয়েই লড়াই করে দক্ষিণাঞ্চল। এই রান করতে গিয়েই ৪ উইকেট পড়ে যায় মধ্যাঞ্চলের। দ্বিতীয় ইনিংসে পতিদার রান পাননি। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি তাঁর দলের।


এটা ঘটনা, কয়েক মাস আগে বেঙ্গালুরুর ট্রফি খরা কাটিয়েছিলেন পতিদার। ১৮ বছরে প্রথম আইপিএল জিতেছিল আরসিবি। এবার মধ্যাঞ্চলকে চ্যাম্পিয়ন করে পতিদার বললেন, ‘‌সব অধিনায়কই ট্রফি জিততে চায়। আমার সময় ভাল যাচ্ছে। ভাল দল পেয়েছি। এই জয় গোটা দলের। ভবিষ্যতেও এ ভাবেই দলকে সাফল্য দেওয়ার চেষ্টা করব।’‌