আজকাল ওয়েবডেস্ক: ৩৭ দিন পর আবার ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া। বুধবার থেকে সূর্যকুমার যাদবদের অভিযান শুরু। আয়োজকদের বিরুদ্ধে যাত্রা শুরু টিম ইন্ডিয়ার। দীর্ঘ ছ'মাস পর টি-২০ ক্রিকেটে ফিরছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর এই প্রথম মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলকে নিয়ে এক অদ্ভুত মন্তব্য করেন শোয়েব আখতার। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মজাদার মন্তব্য করার জন্য পরিচিত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। প্রথম ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে বিশ্লেষণ করলেন। কাকে বাদ দেওয়া হবে প্রথম একাদশ থেকে? 

শোয়েব বলেন, 'আচ্ছা, অভিষেকও চলে এসেছে? বুমরাও আছে। শেষমেষ সঞ্জু স্যামসনও আছে। তিলকও। হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, রিঙ্কু সিংও আছে। শুভমন আছে, সূর্য আছে। শিবম দুবে, আমাদের অক্ষর প্যাটেলও। কাকে বাইরে রাখবে?' একটি ইউ টিউব চ্যানেলে এমন মন্তব্য করেন শোয়েব। যা শুনে মজা পেয়েছে সমর্থকরা। শোয়েবের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারত যে সংযুক্ত আরব আমিরশাহিকে অনায়াসে হারাবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই তাঁর। তবে পাকিস্তানের প্রাক্তন তারকা মনে করেন, আয়োজক দেশ কাছাকাছি পৌঁছতে পারলে, সেটাই তাঁদের জয় হবে। শোয়েব বলেন, 'দেখুন, আমরা জানি ওরা হেরে যাবে। কম মার্জিনে হারলে সেটাই জয়ের সমতুল্য হবে। আগের দিন আফগানিস্তানের কাছে ৯৪ রানে হারে হংকং। হারলেও একটু লড়াই করে হারুক।'

প্রসঙ্গত, এশিয়া কাপের আগের দিন দুবাইয়ে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি ঘটনা সবার দৃষ্টি আকর্ষণ করে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে পাশাপাশি বসানো হয়নি। দু'জনের মাঝে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ইচ্ছাকৃতভাবেই এভাবে বসার ব্যবস্থা করেন আয়োজকরা। যাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কের মধ্যে দূরত্ব বজায় থাকে। ভারত-পাকিস্তান মহারণের আগে কোনওরকম ঝামেলা চায় না তাঁরা। এমনিতেই এই ম্যাচকে কেন্দ্র করে পরিস্থিতি তেতে রয়েছে। তাই কোনওরকম ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অবিক্রিত। বেশি দামের টিকিট এখনও পড়ে আছে। তাতে হতবাক ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও হাইভোল্টেজ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। যা সচরাচর হয় না। তবে দাম প্রচুর বেড়ে গিয়েছে। দুটো টিকিটের দাম প্রায় ২.৫ লক্ষ টাকা।