আজকাল ওয়েবডেস্ক: ফর্মে নেই। তাঁর ব্যাট কথা বলছে না। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। এরকম পরিস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পাশে এসে দাঁড়ালেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।
শেষ ১৯টি টি-টোয়েন্টি ইনিংসে সূর্যকুমার যাদব ২১৮ রান করেন। কিন্তু ভাজ্জি সেই সূর্যকেই ভারতের একনম্বর টি-টোয়েন্টি প্লেয়ার বলছেন। আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে তিনি ভাল করবেন বলেই মনে করেন ভাজ্জি।
২০২৪ সালের অক্টোবরে সূর্যকুমার যাদব শেষবার টি-টোয়েন্টি ফরম্যাটে পঞ্চাশ রান করেছিলেন। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন।
ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক প্রসঙ্গে হরভজন বলছেন, ''হয়তো বিশ্বকাপের জন্য সূর্য সবটা রেখে গিয়েছে। সূর্য ক্লাস প্লেয়ার। সূর্যকে নিয়ে কোনও সংশয় নেই। আমি এখনও বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ব্যাট সূর্যই। অনেকেই এবি ডিভিলিয়ার্সের কথা বলে। কিন্তু আমাদের নিজেদের লোকই তো রয়েছে যে এবি ডিভিলিয়ার্সের কাজটাই করে। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে ভাল কিছু করবে বলেই আমার মনে হয়। ক্যাপ্টেন হিসেবে শুধু নয়, ব্যাটার হিসেবেই ভাল করবে। ওর কাছ থেকে বড় রান আশা করছি।''
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য হরভজন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ ছিলেন ভাজ্জি। দেশের প্রাক্তন অফস্পিনার মনে করেন, ভারত এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।
উল্লেখ্য ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপের বল গড়াবে। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ খেলার কি চাপ রয়েছে? হরভজন বলছেন, ''আন্তর্জাতিক ম্যাচ খেলা এমনিতেই চাপের। কোথায় খেলছো সেটা বড় ব্যাপার নয়। ঘরের দর্শকদের সামনে খেলা একটা আশীর্বাদ।''
হরভজনের মতে,
সূর্যকুমারের দলে সবই রয়েছে। ম্যাচ উইনার রয়েছে। আশা রাখি ট্রফি ভারতেই থেকে যাবে। এবার যদি জিততে পারে, তাহলে পর পর দু'বার বিশ্বকাপ জিতবে ভারত।''
