আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনল নিউ জিল্যান্ড। 

ভারতের সাত উইকেটে ২৮৪ রান তাড়া করতে নেমে কিউয়িরা ১৫ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল এখন ১-১। 

লোকেশ রাহুল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ভারতের বোলাররা ২৮৪ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারলেন না। নিউ জিল্যান্ডের ডারিল মিচেলের অপরাজিত ১৩১ রান ও উইল ইয়ংয়ের ৮৭ এবং গ্লেন ফিলিপসের অপরাজিত ৩২ রান তাদের ম্যাচ জেতায়। 

যদিও একসময়ে ডেভন কনওয়ে (১৬) ও হেনরি নিকোলস (১০) ফিরে গেলেও ভারতীয় বোলাররা তার সদ্ব্যবহার করতে পারলেন না। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন। কুলদীপ যাদব ১০ ওভার হাত ঘুরিয়ে ৮২ রান দেন। 

ডারিল মিচেল ১১৭ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। ১১টি বাউন্ডারি ও ২টি ছক্কা মারেন তিনি। অন্যদিকে উইল ইয়ং ৯৮ বলে ৮৭ রান করেন। সাতটি বাউন্ডারি মারেন তিনি। 

লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি বিফলে গেল। রবিবার ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে। সেদিনই সিরিজের নিষ্পত্তি হবে। 

যেদিন বিরাট কোহলির ব্যাট কথা বলবে না, রোহিত শর্মার গাণ্ডীব 'বোবা' থেকে যাবে, একের পর এক উইকেট হারিয়ে বিপন্ন ভারত, সেদিন লোকেশ রাহুল ধরা দেবেন ত্রাতা হিসেবে। 

দেশকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়ে আবার উইকেটের পিছনে তিনি দাঁড়াবেন পুরো পঞ্চাশ ওভার। দিনের শেষে তাঁকে নিয়ে কালি খরচ হবে না, তাঁকে নিয়ে চলবে না বীরপুজো। লোকেশ রাহুল থেকে যাবেন পিছনের সারিতেই। সেটাই হল। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির ঔজ্জ্বল্য কমে গেল। ম্যাচ হেরে গেলে হেরো দলের নায়কদের কথা কেইবা মনে রাখেন! 

রাজকোটে তাসের ঘরের মতো ভেঙে পড়া ভারতকে শেষমেশ রাহুল পৌঁছে দিলেন ২৮৪ রানে। নিজে অপরাজিত থেকে গেলেন ১১২ রানে। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। 

দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল জুটিতে ৭০ রান করেন। রোহিত ২৪ রানে ফিরে গেলেন যেখানে ফিল্ডার দাঁড়িয়েছিলেন সেখানে ক্যাচ দিয়ে। গিল ৫৬ রান করেন। কিন্তু সেই ভুল শট নির্বাচনে ফিরতে হল ভারত অধিনায়ককে। বিরাট কোহলি নেমেই চার মারলেন। দর্শকদের উল্লাস বাড়ল। আবার কোহলির ব্যাট হয়তো বিরাট হয়ে উঠবে। ব্যাট করতে নামার আগে ভাল খবর পেয়েছিলেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সেরা ব্যাটারের পালক জুড়েছিল তাঁর মুকুটে। কোহলি ম্যাজিক চলল না এদিন। মাত্র ২৩ রানে বল টেনে আনলেন উইকেটে। শ্রেয়স আইয়ারও ফিরলেন মাত্র ৮ রানে। ৪ উইকেটে ১১৮ রান।

এই অবস্থায় লোকেশ রাহুল দলকে টেনে নিয়ে যান। নির্ধারিত ৫০ ওভারে ভারত থামে ৭ উইকেটে ২৮৪ রানে। 

এর পরে ড্যারিল মিচেল ও উইল ইয়ংয়ের মারমুখী ইনিংস নিউ জিল্যান্ডকে এনে দেয় কাঙ্খিত জয়।