আজকাল ওয়েবডেস্ক: ভারতের দর্শকদের হৃদকম্প ঘটিয়ে দেওয়া ক্রিশ্চিয়ান ক্লার্ক কে? বিরাট কোহলির উইকেট ভেঙে দিয়ে তিনি হঠাৎই আলো কেড়ে নিয়েছেন। দুরন্ত ছন্দে থাকা কোহলি এদিন বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা করেছিলেন। কিন্তু বিরাট ম্যাজিক এদিন চলেনি। ২৩ রানে ভক্তদের একেবারে হতাশায় ডুবিয়ে কোহলি বোল্ড হলেন। ক্রিশ্চিয়ান ক্লার্কের বলটা কোহলির ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। বিরাট আউট হয়ে ফেরার পরে আশঙ্কিত হন ভক্তরা। ভারত কি আদৌ ভদ্রস্থ রান করতে পারবে? শেষ পর্যন্ত রাহুলের সেঞ্চুরির সৌজন্যে ভারত ২৮৪ রান করে। ক্রিশ্চিয়ান ৮ ওভার হাত ঘুরিয়ে ৫৬ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। কোহলি ছাড়াও রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারকে আউট করেন এই কিউয়ি বোলার। 

সেই ভাবে বললে ক্রিশ্চিয়ান ক্লার্কের অভিজ্ঞতা কম। ডান হাতি পেসার তিনি। ভদোদরায় তাঁর অভিষেক  ঘটেছিল। অভিষেক ম্যাচে প্রভাব ফেলতে পারেননি ক্রিশ্চিয়ান। ১০ ওভার হাত ঘুরিয়ে ৭৩ রান দেন তিনি। নিয়েছিলেন হর্ষিত রানার উইকেট। ব্যাট হাতে ১৭ বলে ২৪ রান করেছিলেন ক্রিশ্চিয়ান ক্লার্ক। 

২০২০ সালে নিউজিল্যান্ড স্কোয়াডে ছিলেন ক্লার্ক। সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল কিউয়িরা। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে ম্যাচের সেরা হয়েছিলেন ক্লার্ক। বল হাতে চার-চারটি উইকেট নিয়েছিলেন। মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি। পরে ব্যাট করতে নেমে ৪২ বলে অপরাজিত ৪৬ রান করেছিলেন ক্লার্ক।  

ঘরোয়া ক্রিকেটে ক্লার্ক নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে খেলেন। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। ৭৯ উইকেটের মালিক তিনি। ৯২৮ রান করেন ক্লার্ক। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের আগে ৩৪টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন ক্লার্ক। টি-টোয়েন্টি ফরম্যাটে ২২টি ম্যাচে ২৪টি উইকেট নেন তিনি। সেই ক্লার্কের বল এদিন স্তব্ধ করে দেয় ভক্তদের হৃদয়ের স্পন্দন।