আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। যা নিয়ে তুমুল জল্পনা। বিতর্ক হয়েছে বা হচ্ছে। বুধবার ভারত যখন এশিয়া কাপ খেলতে নামবে তখন শ্রেয়স আয়ার ব্যস্ত থাকবেন লাল বলের প্রস্তুতিতে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিনি। প্রস্তুতির মাঝেই শ্রেয়স জানিয়েছেন, দু’বছর আগেই তাঁর ভাবনায় এসেছিল ক্রিকেটজীবন শেষ হয়ে যাওয়ার কথা। একটি পা নাকি অসাড় হয়ে গিয়েছিল তাঁর।
 
 ভারতের এক দিনের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরেই চোট পেয়েছিলেন শ্রেয়স। সায়াটিকা স্নায়ুতে সমস্যা হয়েছিল, যার জেরে ডান পা পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারও করাতে হয়েছিল। প্রতিটি দিন কাটত যন্ত্রণায়। শ্রেয়স ভেবেছিলেন আর কোনও দিন ক্রিকেট খেলাই হয়ত আর হবে না।
 
 ‘জিকিউ ইন্ডিয়া’কে সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন, ‘আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি তা কেউ বুঝবে না। আমার একটা পা পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল। মেরুদণ্ডে চোট পেলে পিছনে রড বসিয়ে কোনও ভাবে সামাল দেওয়া যায়। কিন্তু আমার স্নায়ু ছিড়ে গিয়েছিল, যেটা আরও ভয়ঙ্কর। অসহ্য যন্ত্রণা হতো। পায়ের গোড়ালি পর্যন্ত ফেলতে পারতাম না। ভয়ানক অবস্থা হয়েছিল তখন।’ শ্রেয়সের আরও সংযোজন, ‘লোকে ভাবে ক্রীড়াবিদরা রোবটের মতো। তাদের প্রত্যেক ম্যাচেই খেলতে হবে। কিন্তু পিছনে কী চলছে সেটার কথা কেউ ভাবে না।’ সেই ব্যথার পর ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান শ্রেয়স। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়লেও ফিরে এসেছেন।
 
 এদিকে, এশিয়া কাপ থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স। তিনি বলেছেন, ‘যা কিছু আমার নিয়ন্ত্রণে রয়েছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। নিজের দক্ষতা এবং শক্তিতে শান দিতে পারি। সুযোগ এলে আমি দু’হাত বাড়িয়ে তা লুফে নেব।’ অধিনায়ক হিসাবেও তিনি যে বাকিদের টেক্কা দিতে পারেন সেটাও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন শ্রেয়স। তাঁর কথায়, ‘অধিনায়ক এবং ক্রিকেটার হিসাবে আমি দলকে অনেক কিছু দিতে পারি। যদি সম্মান পাই তা হলে যে কোনও কিছু অর্জন করে নেওয়ার ক্ষমতা রাখি।’ 
এদিকে, এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু নজর সেই ১৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওইদিন দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান।
 
 আয়োজক দেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? যা বোঝা যাচ্ছে ওপেনে আসবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। আসল প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন? 
গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি–টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরা–শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।
