আজকাল ওয়েবডেস্ক: বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু টিম ইন্ডিয়ার। তার ঠিক প্রাক্কালে অভিষেক শর্মার কীর্তিতে আশ্বাস পাবে ভারতীয় সমর্থকরা। প্রথম ম্যাচের আগের দিন ব্যাটিং প্র্যাকটিসে ২৫ থেকে ৩০টি ছক্কা হাঁকান তরুণ বাঁ হাতি। ভারতের প্র্যাকটিস সেশনের মূল আকর্ষণ ছিলেন অভিষেক। মঙ্গলবার ভারতের ঐচ্ছিক ট্রেনিং সেশন ছিল। নেট বোলারদের বিরুদ্ধে বলে বলে ছক্কা হাঁকান। সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২৫ থেকে ৩০টি ছয় মারেন। এশিয়া কাপ শুরুর আগে যা নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
এক বন্ধু দুরন্ত ছন্দে থাকলেও, অন্য বন্ধুর ফর্ম চিন্তায় রাখতে পারে সমর্থকদের। এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে নেটে স্থানীয় বোলারের বলে বোল্ড হন শুভমন গিল। প্র্যাকটিস সেশনে ফাস্ট বোলারদের বিরুদ্ধে ভাল ছন্দে ছিলেন ভারতের সহ অধিনায়ক। বেশ কয়েকটা সুন্দর কভার ড্রাইভ মারেন। কিন্তু স্থানীয় বোলারের বলে অফ স্ট্যাম্প ছিটকে যায়। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম একাদশে থাকা নিশ্চিত গিলের। তবে ওপেন করবেন না তিন নম্বরে নামবেন, সেটাই প্রশ্ন। একসময় দু'জনই যুবরাজ সিংয়ের তত্ত্বাবধানে প্রস্তুতি নেন। এবার জুটিতে ওপেন করার সুযোগ পাবে অভিষেক-শুভমন। ঐচ্ছিক প্র্যাকটিস থাকায়, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন এবং হর্ষিত রানা প্র্যাকটিস করেনি। সঞ্জু বিশ্রাম নিলেও, অনুশীলন চালিয়ে যান জীতেশ শর্মা। ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে ক্যাচিং ড্রিল প্র্যাকটিস করেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে হয়তো উইকেটের পেছনে তাঁকেই দেখা যাবে।
এশিয়া কাপ শুরুর আগে নিজেদের মনোভাব স্পষ্ট করে দেন সূর্যকুমার যাদব। জানান, মাঠে আগ্রাসী মনোভাব দেখাবে তাঁর দল। সূর্য বলেন, 'মাঠে সবসময় আগ্রাসন থাকে। আগ্রাসী মনোভাব ছাড়া ক্রিকেট খেলা যায় না। আমি ফ্রন্টফুটে মাঠে নামতে চাই।' ফেভারিট ট্যাগ নিয়ে ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়। কিন্তু হালকাভাবে প্রসঙ্গ উড়িয়ে দেন। সূর্য বলেন, 'কে বলেছে আমরা ফেভারিট? আমি তো শুনিনি। আমরা এই ফরম্যাটে খেলেছি। নিজেদের প্রস্তুতি জানি। প্রস্তুতি ভাল থাকলে, আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামা যায়। অনেক দিন পর আমরা দল হিসেবে টি-২০ খেলছি।'
এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। টি দিলীপের তত্ত্বাবধানে চলছে প্র্যাকটিস। মঙ্গলবার চলে হাই ইনটেনসিটি ফিল্ডিং ড্রিল। সরাসরি স্টাম্পে মারার প্র্যাকটিস চলে। ভারতীয় দলকে দুটো গ্রুপে ভাগ করে দেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু ভারতের। তার আগে প্র্যাকটিসে কোনও খামতি নেই। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে টি দিলীপ বলেন, 'বোলারদের ছাড়াও আমাদের ফিল্ডার হিসেবে কয়েকটা উইকেট তুলে নিতে হবে। সেটা করতে ডায়রেক্ট উইকেটে মারা প্র্যাকটিস করতে হবে।'
