আজকাল ওয়েবডেস্ক: পদপিষ্টের ঘটনার পর প্রথমবার ক্রিকেট ফিরতে চলেছে চিন্নস্বামী স্টেডিয়ামে। তবে দর্শকদের কোনও প্রবেশাধিকার থাকবে না। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রতিযোগিতা কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল ট্রফির কয়েকটা খেলা হবে বেঙ্গালুরুর স্টেডিয়ামে। প্রাক মরশুম প্রতিযোগিতায় ১৬টি দল খেলবে। টুর্নামেন্টের একটি সেমিফাইনাল এবং ফাইনাল সহ মোট ছ'টি ম্যাচ হবে চিন্নস্বামীতে। তবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলা হবে। দর্শকদের প্রবেশের অধিকার নেই। কর্ণাটকের একাধিক দলের পাশাপাশি খেলবে মুম্বই, বিদর্ভ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, এবং ছত্তিশগড়ের দল।বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের খেলার কথা। এই তালিকায় রয়েছেন অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, বিজয় শঙ্কর, হনুমা বিহারীর মতো ক্রিকেটাররা। বর্তমানে কোনও বড় ম্যাচ দেওয়া হবে না বেঙ্গালুরুর স্টেডিয়ামে। সেই কারণে মেয়েদের একদিনের ক্রিকেটের ভেন্যুও বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমস্ত ম্যাচ। চিন্নস্বামীতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল হওয়ার কথা ছিল। এর আগে মহারাজা ট্রফিও মাইসোরে সরিয়ে দেওয়া হয়। পদপিষ্টের ঘটনার তদন্ত চলছে। আগামী আইপিএলে বিরাট কোহলিরা নিজেদের মাঠে খেলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। 

কয়েকদিন আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি প্রক্রিয়ার সূচনা করে আরসিবি। যার নাম 'আরসিবি কেয়ার্স।' যা সমর্থকদের সমস্যার সমাধান করবে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'প্রিয় দ্বাদশ আর্মি, এটা আমাদের তরফ থেকে তোমাদের চিঠি। তিনমাস আগে শেষবার এখানে পোস্ট করেছি। আমাদের নিস্তব্ধতা অনুপস্থিতি নয়। এটা দুঃখ ছিল। এই জায়গাটা একসময় এনার্জি, স্মৃতি এবং মুহূর্ত দিয়ে ভরা ছিল। কিন্তু ৪ জুন সবকিছু বদলে যায়। আমদের হৃদয় ভেঙে যায়। সেই কারণে আমরা নিস্তব্ধ হয়ে যাই। এই সময় আমরা চূড়ান্ত হতাশার মধ্যে দিয়ে যাই। অনেক কিছু শুনেছি, শিখেছি। আমরা এমন কিছু করতে চলেছি যা শুধুমাত্র উত্তরের থেকে অনেক বেশি হবে। এভাবেই আরসিবি কেয়ার এসেছে। এখানে আমরা ফ্যানদের পাশে দাঁড়াব। এই মঞ্চটা সমর্থকদের। তবে সেলিব্রেশনের জন্য নয়, পাশে থাকার জন্য। একসঙ্গে এগিয়ে চলার জন্য। কর্নাটকের গর্ব হওয়ার জন্য। আরসিবি কেয়ার করে, এবং সবসময় করবে। শীঘ্র আরও বিস্তারিত আসছে।' ৫ জুন পদপিষ্টে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে আরসিবি। ঘটনায় শুধু প্রাণহানি হয়নি, বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই ঘটনার জেরে বেঙ্গালুরু থেকে সরে গিয়েছে আইসিসি মেয়েদের একদিনের বিশ্বকাপের ম্যাচ। জানিয়ে দেওয়া হয়, বড় ইভেন্টের আয়োজন করতে পারবে না চিন্নাস্বামী স্টেডিয়াম।