আজকাল ওয়েবডেস্ক: নবমীর রাত থেকে নিখোঁজ ছিল যুবক। সেই যুবকের মৃতদেহ উদ্ধার হল বুধবার সকালে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় আত্রেয়ী নদীর পাড় থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস (২৭)। বাড়ি বালুরঘাটের উত্তমাশায়। এদিন সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। স্থানীয়দের দাবি, নবমীর রাতে এলাকার এক ব্যবসায়ীর বাড়ির সামনে ঠাণ্ডা পানীয়র বোতল ভেঙেছিলেন ধ্রুব। তারপর সেই রাত থেকেই ধ্রুব নিখোঁজ ছিল। দশমীর সকালে তাঁর পরিবারের তরফে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। বুধবার আত্রেয়ী নদীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুন করা হয়েছে।
