আজকাল ওয়েবডেস্ক: একবিংশ শতাব্দীর সেরা ওয়ানডে ব্যাটারদের নিজেকে শচীন তেন্ডুলকারের থেকে ওপরে রাখলেন এবি ডিভিলিয়ার্স। তবে জেনেশুনে রাখেননি, ব্লাইন্ড র়্যাঙ্কিংয়ে সাজাতে গিয়েই নিজেকে ওপরে রেখেছিলেন তিনি। ব্যাটারদের ‘ব্লাইন্ড র্যাঙ্কিংয়ে’ সাজাতে বলা হয়েছিল প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডিভিলিয়ার্সকে। ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি ও আদিল রশিদের সঞ্চালনায় জনপ্রিয় পডকাস্ট ‘বিয়ার্ড বিফোর উইকেটে’ অংশ নিয়েছিলেন তিনি। শুরুতেই উপস্থাপক শচীন তেন্ডুলকরের নাম বলেন। মুহূর্তেই হেসে ফেলেন ডি ভিলিয়ার্স। মজার ছলে বলেন, ‘এবার আবার শিরোনাম তৈরি হবে। যদি ৯ দিই তাহলে বিপদে পড়ব।’ শেষ পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহককে তিনি রাখলেন চারে।
তাঁর উপরে স্থান পেলেন অস্ট্রেলিয়ার মহাতারকা রিকি পন্টিং, যিনি থাকলেন তিনে। ডিভিলিয়ার্সের নিজের দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে অবিস্মরণীয় কীর্তি গড়া হাসিম আমলাকে তিনি দিলেন পাঁচ নম্বর স্থান। ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলিকে নির্দ্বিধায় এক নম্বরে বসালেন, আর সঙ্গী রোহিত শর্মা ও এমএস ধোনিকে রাখলেন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। শেষের দিকে জায়গা পেলেন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (আট), পাকিস্তানের বাবর আজম (নয়) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (দশ)। মজার ব্যাপার, যখন র্যাঙ্কিংয়ে দুই নম্বর জায়গা খালি ছিল, তখন খুশি মনে নিজের নামই সেখানে বসিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স। পুরো তালিকা পড়ে হাসতে হাসতে ডি ভিলিয়ার্স বলেন, ‘খারাপ তালিকা তো নয়।’ ক্রিকেট মহলে এবিডি-র করা এই র্যাঙ্কিং তালিকা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
