আজকাল ওয়েবডেস্ক: এক সাক্ষাৎকারে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছিলেন। সেই সাক্ষাৎকারের প্রভাব পড়েছিল ব্যক্তিগত সম্পর্কে। রবিন উত্থাপ্পা ও বিরাট কোহলির সম্পর্কই খারাপ হয়েছিল। সেই সম্পর্ক এখনও ঠিক হয়নি। 

উত্থাপ্পার কোন বক্তব্যে চটে গিয়েছিলেন কোহলি। পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের সদস্য রবিন উত্থাপ্পা। কোহলির নেতৃত্ব নিয়ে তিনি বক্তব্য পেশ করেছিলেন এক পডকাস্টে। আর তার জেরেই দু' জনের সম্পর্ক খারাপ হয়েছিল। 

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাননি অম্বতি রায়ডু। অথচ বিশ্বকাপের অনেক আগে থেকে রায়ডুকেই চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ভাবা হয়েছিল বিশ্বকাপে। কিন্তু রায়ডুকে দলে নেওয়া হয়নি। তাঁর পরিবর্তে সুযোগ পান বিজয় শঙ্কর। 

আরও পড়ুন:  রোহিত–বিরাটের শূন্যস্থান ভরবে কে?‌ প্রশ্ন তুলে দিলেন সতীর্থ ক্রিকেটারই

নির্বাচকদের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেন উত্থাপ্পা। কোহলির নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি। যুবরাজ সিংয়ের সঙ্গেও যে ঠিক ব্যবহার করা হয়নি সে প্রসঙ্গে সোচ্চার হয়েছিলেন উত্থাপ্পা। শেষমেশ ২০১৯ সালে যুবি অবসর নিয়ে ফেলেন। একটি ফেয়ারওয়েল ম্যাচও পাননি যুবরাজ। 

পডকাস্টের সেই সাক্ষাৎকার এবং কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন উত্থাপ্পা। তিনি বলেন, ''গোটা সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না। আমাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাব আমি দিচ্ছিলাম। আমি সেই মুহূর্তে বিরাটের অনুভূতি বা এই বিষয়টি বিবেচনা করিনি যে আমি যা বিশ্বাস করি তা বিরাটের জানা উচিত। বিরাটের সঙ্গে আমার সম্পর্ক বা বন্ধুত্ব প্রভাবিত হয়েছিল। এই ইন্টারভিউ থেকে আমি শিক্ষা নিয়েছিলাম। শিখেছিলাম সর্বসাধারণের সামনে কিছু বলার আগে ব্যক্তিগত পরিসরে কথা বলা উচিত ছিল। পডকাস্টে কিছু বলার আগে বিরাটের সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল।'' পুরনো ঘটনা উল্লেখ করলেন রবিন উত্থাপ্পা। 

লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আইপিএলের সময়েই ও ইংল্যান্ড সিরিজের আগে। অনেকেই মনে করেন, দুই মহাতারকারই ভালভাবে বিদায় সংবর্ধনা প্রাপ্য ছিল। কিন্তু সেটা আর হল কোথায়? যদিও এই ধরনের মতামতগুলো ছিল প্রাক্তন ক্রিকেটারদের। এবার সক্রিয় ক্রিকেটার রবি বিষ্ণোইও মনে করেন, দুই তারকার ‘শূন্যস্থান’ পূরণ করার কেউ নেই। তাহলে কি গিলদের উপর ভরসা করতে পারছেন না তিনি?
টিম ইন্ডিয়ার তরুণ স্পিনার বলছেন, ‘‌'বিষয়টা চমকে দেওয়ার মতো ছিল। কারণ, আমরা সবসময় চেয়েছিলাম, ওরা মাঠ থেকেই বিদায় নিক। ওদের মতো কিংবদন্তিরা মাঠ থেকে বিদায় নিচ্ছে, সেটা দেখতেই ভাল লাগে। আর ওরা দু’‌জন ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, আমার মতে এই মুহূর্তে তার ধারেকাছে কেউ নেই।’‌'


বিষ্ণোইয়ের আরও বক্তব্য, ''আমার মতে ওদের ভাল বিদায় সংবর্ধনা পাওয়া উচিত ছিল। আশা করি, ওয়ানডে ক্রিকেটে বিদায় মূহূর্তে সেটা হবে। যখন ওরা চাইবে, তখনই যেন বিদায় নিতে পারে। কারণ কেউ আগে থেকে বলতে পারে না, কে কখন অবসর নেবে। কিন্তু যখন ওরা অবসর নিল, তখন যেন আচমকা শূন্যতা তৈরি হয়েছে। সেটা পূরণ করবে কে?’'' 

 আরও পড়ুন: ইরানের কাছে তিন গোল হজম, খালিদ জামিলের নিশানায় কে?