আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াতে আর দেরি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দল ঘোষণা করে দিয়েছে। দলে চমক বলতে একটাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড এমন এক ক্রিকেটারকে দলভুক্ত করেছে, যিনি ২০১৬ সালে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। তিনি শেহান জয়সূর্য। 

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলা শেহান জয়সূর্য ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। দ্বীপরাষ্ট্রের হয়ে শেহান জয়সূর্য ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত খেলেছেন। ২০১৬ বিশ্বকাপে শেহান জয়সূর্য দু'টি ম্যাচ খেলেন শ্রীলঙ্কার হয়ে। 

সুপার টেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন মাত্র ১ রান। আর বল হাতে এক ওভারে দিয়েছিলেন ৯ রান। ঝুলিতে ছিল না একটিও উইকেট। শ্রীলঙ্কা হেরে গিয়েছিল ৮ উইকেটে। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকলেও ব্যাটিং-বোলিং কিছুই করেননি। শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়েছিল আফগানদের। 

সেই শেহান জয়সূর্য এবার মার্কিন যুক্তরাষ্ট্রের দলে জায়গা পেয়েছেন। এদিকে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে অভিযান শুরু করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগে ধাক্কা খেয়েছে তারা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা জোন্স ভঙ্গ করেছেন বলেই অভিযোগ।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক অ্যারন জোন্সকে জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যারন জোন্স ছিলেন এই ক্যাম্পে।
ক্যাম্পে রয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে থেকে বিশ্বকাপের জন্য ১৫ জনকে বেছে নেওয়া হবে। কিন্তু বিশ্বকাপের আগে জোন্সকে সাময়িক ভাবে নিষিদ্ধ ঘোষণা করায় বিশ্বকাপের ১৫ জনের দলে তিনি থাকবেন না।
জোন্সের বিরুদ্ধে কী অভিযোগ? এক বিবৃতির মাধ্যমে আইসিসি জানিয়েছে ফিক্সিং, প্ররোচনা দেওয়া, প্রস্তাব গোপন করা ও তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করার অভিযোগ রয়েছে জোন্সের বিরুদ্ধে।
এ ছাড়াও রয়েছে দুর্নীতি, প্রস্তাব গোপন করা ও তদন্তে অসহযোগিতা করার মতো ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
২০১৯ সালে জোন্সের অভিষেক ঘটেছিল। তার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টিতে নেমেছেন জোন্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেচের মতো ফ্র্যাঞ্জাইজি লিগেও খেলেছেন অ্যারন জোন্স।
জোন্সকে নিয়ে বিতর্কের মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই দলে রয়েছেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলা জয়সূর্য।