আজকাল ওয়েবডেস্ক: একজন ফিলিপিনো গৃহকর্মী যিনি নিজের বৈধ চাকরির বাইরে গোপনে অতিরিক্ত ঘর পরিষ্কারের কাজ নিতেন। তাঁকে সিঙ্গাপুরের আদালত ১৩,০০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করেছে। তাঁকে অবৈধভাবে ভাড়া করা সিঙ্গাপুরের এক নাগরিককেও ৭,০০০ ডলার জরিমানা করা হয়েছে।


আদালতের নথি অনুযায়ী ৫৩ বছর বয়সী পিদো এরলিন্ডা অক্যাম্পো সিঙ্গাপুরে ১৯৯৪ সাল থেকে বৈধভাবে কর্মরত ছিলেন এবং গত তিন দশকে চারজন বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ করেছেন। তবে এর পাশাপাশি তিনি প্রায় চার বছর ধরে ৬৪ বছর বয়সী সো ওই বেকের বাড়িতে পার্ট-টাইম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

আরও পড়ুন: পিঁপড়ের কাজ দেখে এবার তৈরি হবে রোবট, রইল ভিডিও


২০১৮ সালের এপ্রিল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এরলিন্ডা প্রতি মাসে দুই থেকে তিনবার সো-এর বাড়ি পরিষ্কার করতেন। প্রতিবার তিন থেকে চার ঘণ্টা কাজ করে তিনি মাসে গড়ে ৩৭৫ ডলার নগদ পেতেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে কাজ বন্ধ হলেও, ২০২২ সালের মার্চে বিধিনিষেধ শিথিল হলে কাজ আবার শুরু হয় এবং ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকে।


আদালতে জানা যায়, সো জানতেন যে এরলিন্ডা অন্যত্র বৈধভাবে নিয়োজিত আছেন। তবুও তিনি তাঁকে কাজ দিয়েছিলেন কারণ তিনি ব্যস্ত ছিলেন এবং বাড়ি পরিষ্কারের জন্য একজন ভরসাযোগ্য মানুষ দরকার ছিল। পরে সো তাঁর নিয়োগকর্তা পুলক প্রসাদ-কেও এরলিন্ডার নাম প্রস্তাব করেন, যিনি পার্ট-টাইম গৃহকর্মী খুঁজছিলেন। এরলিন্ডা ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং আবার ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রসাদের বাড়িতেও কাজ করেন। তিনি মাসে এক-দু’বার পরিষ্কার করতেন এবং প্রতিবার কাজ থাকলে প্রায় ৪৫০ ডলার পারিশ্রমিক পেতেন।


সিঙ্গাপুরের আইনে বিদেশি গৃহকর্মীরা কেবল তাঁদের বৈধ নিয়োগকর্তার অধীনেই কাজ করতে পারেন। অন্য কোনও কাজ এমনকি ছুটির দিনেও গ্রহণ করা বেআইনি। এই ধরনের অপরাধে সর্বোচ্চ ২০,০০০ ডলার জরিমানা, দুই বছর পর্যন্ত জেল, অথবা উভয় শাস্তি হতে পারে। অবৈধভাবে বিদেশি গৃহকর্মী ভাড়া করলে নিয়োগকর্তাকেও ৫,০০০ থেকে ৩০,০০০ ডলার জরিমানা, এক বছর পর্যন্ত জেল, অথবা উভয় শাস্তির মুখোমুখি হতে হয়।
আদালতে প্রসিকিউশন জানায়, সো-এর অপরাধের জন্য ন্যূনতম জরিমানা ৫,০০০ ডলার হলেও, এরলিন্ডা দীর্ঘদিন অবৈধভাবে তাঁর বাড়িতে কাজ করেছেন এবং একটি অতিরিক্ত অভিযোগ বিবেচনায় নেওয়া হয়েছে। তাই তাঁদের পক্ষ থেকে আরও বেশি জরিমানার আবেদন করা হয়। বিচারক এতে সম্মত হন এবং ৭,০০০ ডলার জরিমানা ধার্য করেন। এরলিন্ডার ক্ষেত্রে আদালত দুই অভিযোগে মোট ১৩,০০০ ডলার (প্রায় ₹৮.৮ লক্ষ বা ১০,০০০ মার্কিন ডলার) জরিমানা করে। ইতিমধ্যে দুই নারীই সম্পূর্ণ জরিমানা পরিশোধ করেছেন।