আজকাল ওয়েবডেস্ক: কেরালার ত্রিশূরের প্রখ্যাত গুরুয়ায়ুর শ্রীকৃষ্ণ মন্দির জুড়ে আচমকাই চলল বিশেষ শুদ্ধিকরণ অনুষ্ঠান। কিন্তু কী এমন ঘটেছিল ওই মন্দিরে? মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এদিন বিশেষ শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। জানানো হয়েছে, এক অ-হিন্দু মহিলা ভ্লগার মন্দিরের পুকুরে পা ধুয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। সেই কারণেই মন্দিরের আচার-বিধি লঙ্ঘিত হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই শুদ্ধিকরণ করা হয়েছে। ঘটনাটি ঘটিয়েছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জেসমিন জাফর। গুরুয়ায়ুর দেবস্বম জানিয়েছে, তার এই কাজ মন্দিরের নিয়ম ভঙ্গ করার পাশাপাশি পুকুরটিকে ‘অপবিত্র’ করেছে।
এর ফলস্বরূপ, ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত দর্শন বন্ধ রাখা হয়েছে। দুপুরে সমস্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হওয়ার পরই ভক্তরা আবার নালাম্বলমে প্রবেশ করতে পারবেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই শুদ্ধিকরণে গত ছ’দিনের পুজো পুনরায় করা হবে। যার মধ্যে রয়েছে মোট ১৮টি পুজো ও ১৮টি শীভেলি। ভক্তদের সাময়িক বিধিনিষেধে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। দেবস্বম প্রশাসক ও বি অরুণকুমার গুরুয়ায়ুর মন্দির থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্দির পুকুরের পবিত্রতা লঙ্ঘন ছাড়াও এটি হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধাচরণ, যেখানে মন্দিরের নির্দিষ্ট অঞ্চলে ছবি তোলা ও ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন হাসপাতাল নির্মাণে দুর্নীতির অভিযোগ, আপ নেতা সৌরভের বাসভবনে ইডির হানা
আদালতের নির্দেশে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করা হবে। উল্লেখ্য, জাফর ছ’দিন আগে ভিডিওটি তৈরি করেছিলেন। পরে তিনি ভিডিওটি মুছে দেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। তাঁর দাবি, তিনি মন্দিরে ফটো ও ভিডিও নিষিদ্ধ থাকার নিয়ম সম্পর্কে জানতেন না। উল্লেখ্য, মন্দির প্রাঙ্গণে নিয়ম লঙ্ঘন করার ঘটনা এই বছরে এটাই প্রথম নয়। সম্প্রতি, তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আন্নামালাই মন্দিরে বসে এক ব্যক্তি আমিষ খাবার খাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে মন্দিরের বাইরের প্রাঙ্গণে। সেখানে ভক্তদের উপস্থিতিতে ওই ব্যক্তিকে খাবার খেতে দেখা যায়।
ভক্তরা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষকে জানান। কর্মকর্তারা সেখানে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে, ওই জানান তিনি ‘কুস্কা’ নামে এক ধরনের নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছিলেন। কিন্তু তার সঙ্গে ভুল করে একটি মুরগির মাংসের টুকরো চলে আসে। মন্দির কর্তৃপক্ষ এরপর তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে খাবার নিয়ে সরে যেতে বলেন।। গোটা বিষয়টি জেলা পুলিশের কাছে জানানো হয়। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও মাদুরাইয়ের পবিত্র তিরুপারাঙ্কুন্দ্রম সুব্রহ্মণ্যস্বামী পাহাড়ে আমিষ খাবার খাওয়ার অভিযোগে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
আরও পড়ুন: 'বিরাট কোনওদিন প্রকাশ্যে বলবে না', তারকার টেস্ট অবসর নিয়ে ভারতের প্রাক্তনীর দাবি অবাক করবে
