আজকাল ওয়েবডেস্ক: মার্কিন শুল্ক নিয়মে বড় বদল ঘটেছে। ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হয়েছে। এসবের মধ্যেই ইন্ডিয়া পোস্ট জানিয়েছে যে, ২৫ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ডাক চালান সাময়িকভাবে গ্রহণ বন্ধ করা হচ্ছে।
গত ৩০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র একটি আদেশ জারি করে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের পণ্যের জন্য শুল্কমুক্ত ছাড় প্রত্যাহার করে। ২৯ আগস্ট থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরিত সমস্ত ডাক পণ্য, তাদের মূল্য নির্বিশেষে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন (IEEPA) শুল্ক কাঠামোর অধীনে শুল্ক আকর্ষণ করবে। শুধুমাত্র ১০০ মার্কিন ডলার পর্যন্ত উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।
আদেশ অনুসারে, কেবলমাত্র আন্তর্জাতিক ক্যারিয়ার এবং মার্কিন কাস্টমস দ্বারা অনুমোদিত অন্যান্য "যোগ্য পক্ষ" ডাক চালানের উপর শুল্ক সংগ্রহ এবং পরিশোধ করতে পারবে। কিন্তু যেহেতু এই পক্ষগুলিকে অনুমোদন এবং শুল্ক আদায়ের প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়, তাই বিমান সংস্থাগুলি জানিয়েছে যে তারা ২৫ আগস্টের পরে আমেরিকাগামী ডাক পার্সেল বহন করতে পারবে না।
আরও পড়ুন- এটিই পৃথিবীর শেষ রাস্তা, এরপর দুনিয়া শেষ, এখানে একা গেলেই মহাবিপদ!
এর সাথে সামঞ্জস্য রেখে, ইন্ডিয়া পোস্ট ২৫ আগস্ট থেকে আমেরিকার জন্য সকল ধরণের জিনিসপত্রের বুকিং স্থগিত করেছে, ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি এবং উপহার সামগ্রী ছাড়া।
ডাক বিভাগ জানিয়েছে যে, গ্রাহকদের যে পার্সেলগুলি আমেরিকায় পাঠানোর জন্য নেওয়া হয়েছিল, সেগুলির টাকা ফেরৎ দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, "ডাক বিভাগ গ্রাহকদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত এবং আশ্বাস দিচ্ছে যে- যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ পরিষেবা পুনরায় চালু করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ভারতই একমাত্র দেশ নয় যারা চালান বন্ধ করে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, স্ক্যান্ডিনেভিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স এবং বেলজিয়ামের ডাক গোষ্ঠীগুলিও নিয়ম পরিবর্তনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল সরবরাহ স্থগিত করেছে।
আরও পড়ুন- জানেন ভারতের সবচেয়ে ছোট রাজ্যের নাম? এদিক থেকে ওদিক যেতে সময় লাগে মাত্র দু-আড়াই ঘন্টা!
ডয়চে পোস্ট ডিএইচএল জানিয়েছে যে, তাদের জার্মান পার্সেল পরিষেবা ২৫শে আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী স্ট্যান্ডার্ড পার্সেল গ্রহণ বন্ধ করে দেবে, যদিও তাদের প্রিমিয়াম ডিএইচএল এক্সপ্রেস পরিষেবাটি চালু থাকবে। ব্যক্তিগত গ্রাহকরা এখনও ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার পাঠাতে পারবেন, তবে অপব্যবহার রোধে এই চালানগুলিকে কঠোর নিয়ন্ত্রণের মুখোমুখি করা হবে।
আন্তর্জাতিক চালানের উপর মার্কিন আদেশটি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তাঁর দ্বিতীয় মেয়াদে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি, তিনি ভারত-সহ কয়েক ডজন দেশের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন। আগস্টে, ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। নয়াদিল্লির রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয়ের কথা উল্লেখ করে শুল্কের হার দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হয়।
