আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু। ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ নামছে হংকংয়ের বিরুদ্ধে। পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ। পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। 

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। সেই দলে নেই মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ‌ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নি। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান। 

আরও পড়ুন: 'ভদ্রতা-সভ্যতার ধার ধারে না', পাঠানের পাশে দাঁড়িয়ে এবার আফ্রিদিকেই আক্রমণ পাক তারকার ...

১৪ তারিখের ভারত-পাক ম্যাচ নিয়ে উত্তাপ চড়তে শুরু করে দিয়েছে। আকিব জাভেদের মতো প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, দুই তারকা পাকিস্তানি ক্রিকেটারকে বাদ দিয়ে দল গঠন করা হলেও তারা ভারতকে হারাতে পারবে। 

এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপে দুই প্রতিবেশী দেশের ম্যাচ হবেই না।  

দেশের হয়ে খেলেছেন কেদার যাদব। আইপিএলে চেন্নাই সুপার কিংসেরও হয়েও খেলেছেন তিনি। এহেন কেদার যাদব বলেন, ''আমার মনে হয় ভারতীয় দল মোটেও খেলবে না। ভারত যেখানেই খেলুক না কেন জিতবে। তবে এই ম্যাচটা হবে না। ভারত খেলবে না। আত্মবিশ্বাস নিয়ে বলছি কথাগুলো। অপারেশন সিঁদুর হিট।'' এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ হতে এখনও ঢের দেরি। তবে কেদার যাদব জানিয়ে দিলেন ভারত এই ম্যাচে নামবেই না। 

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কারণে এবার এশিয়া কাপ হচ্ছে আরব আমিরশাহিতে। 

আরও পড়ুন: টেস্ট পারফরম্যান্স নিয়ে গম্ভীরের সমালোচনা, যোগ জবাব ভারতীয় পেসারের