হাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। ফলে, পৌষ শেষে রাজ্যে শীতের মেজাজ থাকলেও, কনকনে ঠাণ্ডা আর থাকবে না আপাতত বঙ্গে।
2
7
বৃহস্পতিবার রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় ছিল। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে। সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
3
7
শুক্রবারেও আবহাওয়া থাকবে একই রকম। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে জায়গায় জায়গায় সকালের দিকে ঘন কুয়াশার আস্তরণ থকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।
4
7
তবে সোমবার থেকে কুয়াশার আস্তরণও কমতে থাকবে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।
5
7
অন্যদিকে, উত্তুরে হাওয়া রাজ্যের জেলাগুলির উপর দাপট দেখাবে রবিবার পর্যন্ত। সোমবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা। তারপর, ১৯ থেকে ২৩ প্রায় একই ধরনের সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা।
6
7
তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা ২৪ জানুয়ারি থেকে। অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে আরও কমবে শীতের তেজ। আর ফেব্রুয়ারির শুরু থেকে, শুরু হতে পারে শীতের শেষ ইনিংস।
7
7
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনভর তাপমাত্রা এর আশেপাশেই ঘোরাঘুরি করবে। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি থাকবে। অর্থাৎ সকাল সন্ধে তাপমাত্রা থাকবে এর আশেপাশেই।