আজকাল ওয়েবডেস্ক: আনন্দ উদযাপন করতেই গিয়েই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর আহত আরও চার। রবিবার রাতে হায়দ্রাবাদের রামনাথপুরের গোকুলনগরের ঘটনা। জন্মাষ্টমির অনুষ্ঠান চলাকালীন রথ একটি বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে আসে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচ জনের। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন।
শোভাযাত্রার সময় যে গাড়িতে করে রথ বহন করা হচ্ছিল তা ভেঙে যাওয়ার পর নয়'জনের একটি দল রথটি হাতে নিয়ে যাচ্ছিল। বিদ্যুৎ সংযোগের অভিঘাতে সকলেই ছিটকে পড়েন।
এই ঘটনায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা এদিক-ওদিক দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম কৃষ্ণ (২১), রুদ্র বিকাশ (৩৯), রাজেন্দ্র রেড্ডি (৪৫), শ্রীকান্ত রেড্ডি (৩৫) এবং সুরেশ যাদব (৩৪)।
এই পদযাত্রায় কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিষাণ রেড্ডির নিরাপত্তাকর্মী শ্রীনিবাস-সহ আরও চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মতে, গোকুলনগরের যাদব ফাংশন হলের কাছে রথটি তড়িৎবাহী তারের সংস্পর্শে আসার পর এই ঘটনা ঘটে।
নিহতদের মৃতদেহ সেকেন্দ্রাবাদের সরকার পরিচালিত গান্ধী হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
রাজনৈতিক দলের নেতারা এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের দাবি জানিয়েছেন।
এদিকে, রবিবার রাতে হায়দ্রাবাদের কুকাটপল্লি এলাকায় জম্নাষ্টমী উদযাপনের সময় দুই দলের যুবকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রক্তাক্ত হয়ে জখম একজনের অবস্থা গুরুতর। পুলিশ সন্দেহ করছে যে দু'টি দলের মধ্যে পুরনো শত্রুতার জেরেই এই সংঘর্ষ হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা, চাপ পড়তেই বিস্ফোরণ! বিজাপুরে মৃত্যু জওয়ানের, জখম কমপক্ষে দুই
