আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপের দল নির্বাচন। বেশ কয়েকটা চমক থাকতে পারে দলে। দল চালনা করবেন সূর্যকুমার যাদব। তবে শোনা যাচ্ছে, কয়েকজন তারকা ক্রিকেটার বাদ পড়তে পারে। গৌতম গম্ভীর একবার জানিয়েছিলেন, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে ভারতের টি-২০ দল গড়া উচিত। কিন্তু রিপোর্ট অনুযায়ী, আইপিএলের ভাল পারফরম্যান্স সত্ত্বেও কয়েকজন বাদ পড়তে পারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অভিষেক শর্মা, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব নিশ্চিত। সঙ্গে যোগ হবেন শুভমন গিল। এশিয়া কাপে রিঙ্কু সিংয়ের দলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে তাঁকে রাখাও হতে পারে। গিলকে নেওয়া হলে, দলে যশস্বীর কোনও জায়গা থাকবে না। দীর্ঘদিন ভারতের টি-২০ দলে নেই গিল। ২০২৪ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন না। কিন্তু ইংল্যান্ড সিরিজে দুর্ধর্ষ ফর্মের বিচারে টি-২০ দলে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। 

সঞ্জু স্যামসনের দলে থাকা নিশ্চিত। ব্যাকআপ উইকেটকিপারের জায়গা নিয়ে লড়াই। জীতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে একজন সুযোগ পাবে। চোটের জন্য এশিয়া কাপে নেই ঋষভ পন্থ। বর্তমান টি-২০ ফর্মের বিচারে জুরেলকে পেছনে ফেলে দিতে পারে জীতেশ। অলরাউন্ডারদের ক্ষেত্রে হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর নিশ্চিত। তবে পেস বোলিং অলরাউন্ডারের জন্য একটি জায়গা থাকবে। লড়াইয়ে শিবম দুবে এবং নীতিশ কুমার রেড্ডি। তবে ফর্মের বিচারে হয়ত কিছুটা এগিয়ে থাকবেন দুবে। বোলারদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যশপ্রীত বুমরাকে নিয়ে। ইংল্যান্ডে মাত্র তিনটে টেস্ট খেললেও রবিবার সকালেই জানা গিয়েছে, এশিয়া কাপে খেলতে পারেন বুমরা। তিনি খেললে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে। অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী নিশ্চিত। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে একজনকে নেওয়া হবে। তবে ইংল্যান্ড সিরিজে ফর্মের বিচারে এগিয়ে থাকবেন প্রথমজন। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে পারফরম্যান্সের ভিত্তিতে ভারতের টি-২০ দলে প্রত্যাবর্তন ঘটবে শুভমন গিলের। একই কারণে সুযোগ পেতে পারেন সিরাজও। 

ভারত-ইংল্যান্ড সিরিজের পর বর্তমানে ছুটিতে ভারতীয় ক্রিকেটাররা। সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। ১৯ আগস্ট আসন্ন টুর্নামেন্টের জন্য মুম্বইয়ে দল বাছা হবে। বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বই উড়ে যাবেন সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সারছেন ভারতের টি-২০ অধিনায়ক। নেটে ব্যাট করা শুরু করে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে, এশিয়া কাপের অধিনায়ক থাকবেন সূর্য। বোর্ডের এক সূত্র বলেন, '১৯ আগস্ট মুম্বইয়ে এশিয়া কাপের দল নির্বাচন হবে। নির্বাচক কমিটির বৈঠকের পর মুখ্য নির্বাচক অজিত আগরকর সাংবাদিক সম্মেলন করবেন।' বেশ কয়েকটি রিপোর্টে জানা যাচ্ছে, সহ অধিনায়ক করা হবে শুভমন গিলকে।