শুরু হয়ে গিয়েছে ২০২৬ সালের সূর্যের উত্তরায়ণ। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, এই সময়টা দৈবকাল বলে মনে করা হয়। এমনকী সূর্যের উত্তরায়ণের সময় কোনও ব্যক্তির যদি মৃত্যু হয় তিনি মোক্ষলাভ করেন। চলতি বছরের ১৬ জুলাই শেষ হবে সূর্যের উত্তরায়ণ, সেই সময় গ্রহদের রাজা মকর রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। ছবি- এআই দ্বারা নির্মিত
2
10
তবে আপাতত, সূর্যের এই ছয় মাস ধরে চলা উত্তরায়ণের কারণে সুফল ভোগ করবে ৪ রাশির জাতকেরা। এই সময় বিপুল অর্থলাভ হবে তাঁদের। পকেট ফুলেফেঁপে উঠবে। এমনকী ছোঁবেন উন্নতির শিখর। জেনে নিন কারা আছেন তালিকায়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
10
বৃষ: সূর্যের উত্তরায়ণ বৃষ রাশির জাতকদের জন্য সুসময় বয়ে আনবে। এই সময় তাঁদের আর্থিক অবস্থা দারুণ শক্তিশালী হবে। বিপুল অর্থলাভ হবে। এমনকী হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে অপ্রত্যাশিত ভাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
10
পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। জীবনে সুখ, শান্তি বজায় থাকবে এই সময়। ব্যক্তিগত জীবনেও শান্তি বজায় থাকবে। মানসিক চাপ থাকবে না কোনও। কেরিয়ারেও উন্নতি করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
10
কর্কট: কেরিয়ারে এক নতুন উচ্চতায় পৌঁছবেন। বসের থেকে দারুণ তারিফ পাবেন। এতদিনের করা কঠোর পরিশ্রমের সুফল ভোগ করবেন। পদোন্নতি হতে পারে। ফলে পারবে আয়। ছবি- এআই দ্বারা নির্মিত
6
10
যে সমস্যা চলছে ব্যক্তিগত জীবনে সেটা কেটে যাবে। সম্পর্ক আরও মজবুত হবে। প্রেম জীবনে রোম্যান্স বাড়বে। আত্মবিশ্বাস বাড়বে আপনার। ব্যবসায়ীরাও এই সময় তুমুল লাভের মুখ দেখবেন ব্যবসায়। বাড়াতে পারেন ব্যবসার পরিধি। ছবি- এআই দ্বারা নির্মিত
7
10
তুলা: এই রাশির জাতকদের বহুদিনের এমন কোনও ইচ্ছে রয়েছে যা পূরণ হতে গিয়েও হয়নি সেটা এই সময় পূরণ হবে। চাকরি হোক বা ব্যবসা, উন্নতি নিশ্চিত। চাকরিজীবীরা প্রমোশন পেতে পারেন। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। ছবি- এআই দ্বারা নির্মিত
8
10
যাঁরা নতুন ব্যবসা বা প্রজেক্ট শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্য এটা আদর্শ সময় হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন বা পুরনো চাকরি বদল করতে চাইছেন তাঁরা এই সময় সফল হবেন। দীর্ঘদিন কোনও অসুস্থতায় ভুগে থাকলে তার থেকে মুক্তি পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
9
10
মীন: এই রাশির আগামী ছয় মাস দারুণ কাটবে। বলা যায় বিলাসবহুল জীবন কাটাবেন। আর্থিক দিক দিয়ে কোনও সমস্যা তো হবেই না, বরং সম্পত্তি বাড়বে। বাড়বে আয়। হঠাৎ হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। ফলে বলাই বাহুল্য, আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
10
10
কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্ট শুরু করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। একে অন্যকে সময় দেবেন। যাঁরা সিঙ্গল তাঁদের জীবনে প্রেম আসতে পারে, বা যাঁদের বিয়ের কথা চলছে সেটা পাকা হতে পারে। স্বাস্থ্যও ভাল থাকবে। ছবি- এআই দ্বারা নির্মিত