আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের সেরা তিন অর্থনৈতিক দেশের মধ্যে থাকবে। গান্ধীনগরে গুজরাট গ্লোবাল সামিট থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনৈতিক দেশ। তবে আগামী কয়েক বছরের মধ্যে ভারত তৃতীয় স্থানে উঠে আসবে। বিশ্বের সকলকে নিজেদের সমীক্ষা করতে দিন। তবে এটা মোদির গ্যারান্টি। আগামী ২৫ বছরের মধ্যে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। এইসময় তাই অমৃতকাল চলছে। বিগত ১০ বছরে দেশ অর্থনৈতিকভাবে অনেকটাই উন্নত হয়েছে। তবে আগামীদিনে দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নতি ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভারত নিজের অর্থনীতিকে আরও মজবুত করবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গুজরাট সামিটে ৩৪ টি দেশ অংশগ্রহণ করেছে। এর উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
