আজকাল ওয়েবডেস্ক: আজ ১৫ অগাস্ট। স্বাধীনতা দিবস। আক্ষরিক অর্থেই দিনটি প্রতিটি ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ীও আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ শ্রাবণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি থেকে অষ্টমী তিথিতে পরিবর্তিত হবে দিন। এই লগ্নে মনের কারক চন্দ্র থাকবেন মেষ রাশিতে। আর সূর্য থাকবেন কর্কট রাশিতে। শুক্রবার মানেই মা লক্ষ্মীর দিন। আর আজ পবিত্র শ্রাবণ মাসের শেষ শুক্রবার। তাই আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধি যোগের প্রভাবে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে বেশ কয়েকটি রাশির উপর। দেখে নেওয়া যাক।

বৃষ

শুক্র গ্রহের শক্তিশালী অবস্থান বৃষ রাশির জাতকদের আজ আর্থিক ক্ষেত্রে সাফল্য এনে দেবে। যাঁরা চাকরিজীবী, তাঁরা বেতন বৃদ্ধি বা বিশেষ বোনাসের খবর পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি বা বড় অর্ডারের সম্ভাবনা প্রবল। আজ নেওয়া বিনিয়োগের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে স্থিতিশীল লাভ দেবে। তবে খেয়াল রাখতে হবে, হঠাৎ পাওয়া অর্থ যেন অপচয় না হয়। গৃহস্থালির খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আজ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?

সিংহ

সূর্যের শুভ প্রভাব সিংহ রাশিজাতকদের আত্মবিশ্বাস এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়িয়ে তুলবে। আজ বহুদিন আটকে থাকা কোনও পাওনা অর্থ ফেরত আসতে পারে। যাঁরা জমি বা সম্পত্তি কেনা-বেচার পরিকল্পনা করছেন, তাঁরা আজ চুক্তি চূড়ান্ত করতে পারেন। ব্যবসায়িক আলোচনায় সাফল্যের সম্ভাবনা প্রবল, তবে তাড়াহুড়ো না করে প্রতিটি শর্ত ভালভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়।

আরও পড়ুন: রোগীদের উপুড় করে নিম্নাঙ্গের অন্তর্বাস খুলে নিতেন! তারপর…? বিস্ফোরক অভিযোগ নামী চিকিৎসকের বিরুদ্ধে

তুলা

তুলা রাশির আয় বৃদ্ধিতে আজ শুক্র ও শনির যুগল প্রভাব স্পষ্ট। বিদেশ থেকে টাকা আসা বা আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ মিলতে পারে। যাঁরা শিল্প, ফ্যাশন বা ডিজাইনের সঙ্গে যুক্ত, তাঁরা বড় অর্ডার বা ক্লায়েন্ট পেতে পারেন। পার্টনারশিপে কাজ করা তুলা রাশির জাতকদের আজ নতুন প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে। তবে সব চুক্তি লিখিত আকারে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

 

ধনু

বৃহস্পতির প্রভাব ধনু রাশিজাতকদের জন্য আজ অর্থ ভাগ্যের নতুন দ্বার খুলে দেবে। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ বা জমে থাকা কোনও প্রজেক্টে অগ্রগতি হতে পারে। ব্যবসায় সম্প্রসারণ বা নতুন শাখা খোলার পরিকল্পনা আজ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সদস্যদের আর্থিক সহায়তাও পাওয়া যেতে পারে। একমাত্র সতর্কতা- অন্যের প্ররোচনায় বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকাই ভাল।

 

মীন

চন্দ্র ও বৃহস্পতির মিলিত প্রভাবে মীন রাশিজাতকেরা আজ আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। যাঁরা ফ্রিল্যান্স বা পার্ট-টাইম কাজ করেন, তাঁদের জন্য আজ বড় সুযোগ আসতে পারে। সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশেষ প্রজেক্টে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি বা অনলাইন আয়ের পথ খোলার সুযোগও মিলতে পারে। আজকের আয় ভবিষ্যতের সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনার জন্য শক্ত ভিত তৈরি করবে।

 

আজ বৃষ, সিংহ, তুলা, ধনু ও মীন রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ও লাভজনক ফলাফল পেতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করা এবং সঠিক আর্থিক পরিকল্পনা তৈরি করাই হবে সাফল্যের মূল চাবিকাঠি। আজকের অর্জন আগামী দিনের আর্থিক নিরাপত্তার পথে বড় পদক্ষেপ হতে পারে।